/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/bidipta.jpg)
Bidipta on ram mandir: রোষানলে বিদিপ্তা। ছবি-ইনস্টা
আজ দেশজুড়ে উৎসবের আমেজ। কারণ, কিছুক্ষণ আগেই রামলালার মূর্তি উন্মোচন হয়ছে। কৃষ্ণ শিলা নির্মিত রামলালার মলীন হাসি মন কেড়েছে দেশবাসীর। একদিকে, যখন বলিউডের বেশিরভাগ সেখানে উপস্থিত সেখানে বিদিপ্তা চক্রবর্তী ( Bidipta Chakraborty ) এ কী মন্তব্য করলেন...?
অনেকের কথায়, হিন্দুত্বের জয় হয়েছে আজ। ১৫২৮ সালের পর ২০২৪, রাম ফিরেছেন অযোধ্যায়। তাঁর জন্য বিরাট আয়োজন। রয়েছেন ব্যবসায়ী থেকে শিল্পীদের অনেকেই। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু তিনি যাননি। বরং, আজ কলকাতা জুড়ে তিনি মিছিল করবেন। আর টলিপাড়া থেকে সেভাবে কাউকে দেখাও যায়নি রামমন্দির যেতে।
আরও পড়ুন - Ranbir-Katrina: গোমাংস ভক্ষণ করেছেন, তারপরেও রামমন্দিরে রণবীর! রোষানলে তাঁর প্রাক্তন ক্যাটরিনাও
আজকের দিনে যখন অনেকেই হিন্দুদের জয় হয়েছে বলে উচ্ছ্বসিত, তখনই অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী যা বললেন তাতে তাঁকে রোষানলে পড়তে হল। কেন? কী এমন বললেন অভিনেত্রী? সেই পুরোনো বাবরি মসজিদ কাণ্ডের একটি ছবি তিনি শেয়ার করেছেন। বাবরি মসজিদের চারপাশে, এমনকি গম্বুজের মাথায় পর্যন্ত হিন্দুদের অবস্থান, এই ছবিটি শেয়ার করেছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-22-at-2.15.14-PM.jpeg)
যাতে উদ্দেশ্য করে লিখেছেন.. "কিছু দেখব না, কিছু শুনব না! শুধু মনে রাখব এটা..."। অভিনেত্রী যে বিপক্ষে কথা বলেছেন সেকথা অনেকেই বুঝে গিয়েছেন। তারাও একচুল ছাড়েননি জায়গা। অভিনেত্রীকে কথা শুনিয়েছেন। একের পর এক বিশেষণে বিঁধেছেন তিনি। অভিনেত্রীকে কেউ কেউ বলেন, আপনাদের জ্বলবে তাহলে আমাদের প্রদীপ জ্বলবে। কেউ বললেন, হিন্দুরা অনেককিছু মনে রেখেছেন। আবার কেউ কেউ বললেন, আপনার মনে রাখা এবং না রাখায় কিছুই হবে না।