Advertisment
Presenting Partner
Desktop GIF

মেয়েলি কণ্ঠে 'পাঠান' শাহরুখকে ফোন আয়ুষ্মানের, করলেন 'ফ্লার্ট'ও.. ধরতেই পারলেন না কিং খান?

কী কাণ্ড! দেখুন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ayushmann Khurrana, Shah Rukh Khan, Pathaan, Ayushmann Shah Rukh, Jawan, Dream Girl 2, Dream Girl 2 teaser, Bollywood, Pathaan box office record, পাঠান, পাঠান বক্স অফিস, শাহরুখ খান, আয়ুষ্মান খুরানা, ড্রিম গার্ল ২, আয়ুষ্মান শাহরুখ, বলিউডের খবর

'পাঠান' শাহরুখের সঙ্গে ফ্লার্ট 'ড্রিম গার্ল' আয়ুষ্মান খুরানার

মহিলা কণ্ঠে শাহরুখ খানের সঙ্গে ফ্লার্ট আয়ুষ্মান খুরানার। 'পাঠান', 'জওয়ান', 'ড্রিম গার্ল'দের নিয়ে মাখোমাখো কথপোকথন..। হচ্ছেটা কী? শাহরুখ কি কিছুই ধরতে পারলেন না..?

Advertisment

বর্তমানে 'পাঠান' জ্বরে মজে বলিউড। ধুঁকতে থাকা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খেলা ঘুরিয়েছেন 'বাদশা' শাহরুখ খান। দক্ষিণী সিনেমার ধুন্ধুমার বাজারে মন্দার মুখ দেখে যেখানে খান-কাপুরদের আত্মবিশ্বাস প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল, সেখানে বয়সকে ভেলকি দেখিয়ে বক্সঅফিসের পাশা পাল্টে দিয়েছেন কিং খান। তাঁকে নিয়ে বি-টাউনে চর্চার অন্ত নেই। এবার আয়ুষ্মান খুরানাও তাঁর স্মরণাপন্ন হলেন।

মেয়েলি কণ্ঠে ফোন করে বসলেন শাহরুখকে। শুধু তাই নয়, পূজা নাম নিয়ে ফ্লার্টও করলেন। আয়ুষ্মান খুরানার এই কারসাজি কি ধরতেই পারলেন না কিং খান? একেবারেই তেমনটা নয়। আসলে নিজের সিনেমার প্রচারের জন্যই 'পাঠান' শাহরুখ খানকে হাতিয়ার করলেন আয়ুষ্মান খুরানা। ঠিক যেমনটা বক্সঅফিসে পাঠান ঝড়ের মাঝে নিজের প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনের জন্য দীপিকা পাড়ুকোন কিং খানের সঙ্গে ভিডিও করেছিলেন। এবার আয়ুষ্মানও সেই পথ অনুসরণ করলেন। কিন্তু খানিক অন্যভাবে।

আসলে ৭ জুলাই মুক্তি পাবে আয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল ২'। সদ্য সেই সিনেমারই মজার টিজার মুক্তি পেয়েছে। সেখানেই দেখা গেল। পূজা বেশে আয়ুষ্মানকে। শাহরুখই তাঁকে ফোন করেন ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা জানানোর জন্য। সেখানে পূজা ও পাঠান শাহরুখের আগামী ছবি 'জওয়ান' নিয়ে আলোচনা করেন। কিং খানকে বলতে শোনা যায়, "আমার জওয়ান আসছে।" অপরপ্রান্ত থেকে আয়ুষ্মান বলেন, "আমার 'ড্রিম গার্ল' আসছে ৭ জুলাই..।"

<আরও পড়ুন: হাজার কোটির বাউন্ডারিতে ‘পাঠান’, ২২ গজে নাচ কোহলি-জাদেজার, শাহরুখ বললেন, ‘শিখুন’>

আসলে শাহরুখ ও আয়ুষ্মান নিজেদের সিনেমার প্রচারের জন্য এমন অভিনব পন্থা বেছে নেন। যে টিজার দেখে দর্শকরাও যে বেশ মজা পেয়েছেন, তা বোঝা গেল

প্রসঙ্গত, মাত্র ২০ দিনেই ৯৫০ কোটির ওপর ব্যবসা। 'পাঠান'-এর হাজার কোটির বাউন্ডারি ছোঁয়া আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। বলিউডের আত্মবিশ্বাস চাগিয়ে শাহরুখ এখন ইন্ডাস্ট্রির অনুজদেরও আশার আলো।

PATHAAN BOX OFFICE RECORD Pathaan SRK Birthday Ayushmann Khurrana bollywood Bollywood News Entertainment News
Advertisment