'বালা'-র জন্য নেড়া হয়েছিলেন আয়ুষ্মান!

আয়ুষ্মান খুরানা থেকে বালা- চরিত্রে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেতা। ৭ নভেম্বর ছবি মুক্তির আগে দেখে নেওয়া যায় ছবিতে তাঁর চরিত্র তৈরির নেপথ্য কাহিনি।

আয়ুষ্মান খুরানা থেকে বালা- চরিত্রে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেতা। ৭ নভেম্বর ছবি মুক্তির আগে দেখে নেওয়া যায় ছবিতে তাঁর চরিত্র তৈরির নেপথ্য কাহিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'বালা'-র চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা।

বালা আদ্যোপান্ত একটি কমেডি ছবি। এখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। এমন একজন মানুষ, যার অকালে মাথার চুল পড়ে গিয়েছে, অর্থাৎ টাক। এই ছবির জন্যই টেকো সাজতে হয়েছে তাঁকে। ৫২ সেকেন্ডের ভিডিওতে আয়ুষ্মানের সেই জার্নিই ধরা রয়েছে।

Advertisment

এদিন নির্মাতারা আয়ুষ্মানের নেড়া হওয়ার রহস্যই ফাঁস করলেন। যেখানে বালা-র চুলে ভর্তি মাথা থেকে ক্রমশ টাকের দিকে এগিয়ে যাওয়ার গোপন চাবিকাঠি লুক্কায়িত। মাথায় চুল গজানোর জন্য সমস্তরকম উপায় আয়ত্ত করেছে বালা কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষপর্যন্ত উইগ পরেই সমস্যার সমাধান করেছে সে।

আরও পড়ুন, ‘বাংলার আবার এপার ওপার কী?’ কত আগেই বাঙালিকে জানান দিয়েছিলেন

অমর কৌশিকের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকর, ইয়ামি গৌতম, জাভেদ জাফেরি এবং সৌরভ শুক্লা। ছবিতে ইয়ামি গৌতম আয়ুষ্মানের প্রেমিকার চরিত্রে এবং যদিও সাহস দিতে দেখা গেস ভূমি পেডনেকরকে। অকালে পড়ে যাওয়া টাকের মেরামরিতে হেয়ার ট্রান্সপ্লান্ট কতটা জনপ্রিয় সেকথা আর বলে বোঝাতে হবেনা। সুতরাং, বিষয়টির গুরুত্ব বুঝতে পারছেন।

Advertisment

সম্প্রতি কপিল শর্মা শো-তে বালার প্রচার করতে গিয়েছিল অভিনেতারা। আয়ুষ্মান খুরানার কেরিয়ারগ্রাফ আবারও ঊর্ধ্বমুখী। ক্রমেই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছেন অভিনেতা। একের পর এক কনটেন্ট বেসড ছবি এবং ব্যতিক্রমী চরিত্র বেছে নিচ্ছেন।

‘বালা’ মুক্তি পাচ্ছে ৭ নভেম্বর।

Ayushmann Khurrana bollywood movie