Ayushmann Khurrana Horrible Childhood Memory : বাছাই করা ছবির সঙ্গেই চুক্তিবদ্ধ হন। চলতি বছরে ছবি মুক্তি নিয়ে কোনও চাপও নেই। কারঁ এই বছর তিনি কোনো ছবিতেই স্বাক্ষর করেননি। এই মুহূর্তে বিদেশে নিজের মিউজিক ব্যান্ড আয়ুষ্মানভব নিয়ে পারফর্ম করছেন। তিনি নান আদার দ্যান বলিউড সুপারস্টার আয়ুষ্মান খুরানা। সম্প্রতি Honestly Saying podcast-এর অতিথি হয়ে এসেছিলেন। সেখানেই সিনেমা ও মিউজিক নিয়ে মন খুলে কথা বললেন অভিনেতা।
আয়ুষ্মান বলেন, '২০ বছরেই বাবা হয়ে গিয়েছি। যখন আমার সিনেমা ভিকি ডোনার রিলিজ করেছে তখন আমি বাবা হয়ে গিয়েছি। আমি আর তাহিরা দুজনেই খুব অল্প বয়সে মা-বাবা হয়েছি। ' মেয়ের আগমনে কী ভাবে আয়ুষ্মানের জীবন বদলে গিয়েছে সেই কথাও শেয়ার করেছেন আয়ুষ্মান।
তাঁর কথায়, ' কন্যা সন্তান আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। এটা একটা আলাদা অনুভূতি। মেয়ে শিখিয়েছে কী ভাবে একজন ভালো মানুষ, সহানুভূতিশীল হয়ে ওঠা যায়।' নিজের বাবার সঙ্গে তাঁর তুলনা করলে কী উত্তর দেন আয়ুষ্মান?
অভিনেতার সংযোজন, 'বাবা হিসেবে আমি একদম আমার বাবার থেকে আলাদা। আমাকে ছোটবেলায় বাবা প্রচণ্ড অত্যাচার করতেন। বেল্ট, চপ্পল দিয়ে মারতেন। শৈশবের সেই ভয়ংকর ঘটনা আজও আমাকে তাড়া করে।' স্মৃতিচারণা করতে গিয়ে আয়ুষ্মান বলেন, 'একদিন আমি একটা পার্টি থেকে বাড়ি ফিরেছি। শার্টে সিগারেটের গন্ধ ছিল। বাবা মারাত্মক মেরেছিলেন। তারপর থেকে আর কোনওদিন সিগারেট ছুঁই নি। কিন্তু, এরপরও মার খেয়েছি।'
আয়ুষ্মানকে শেষ দেখা গিয়েছে কমডি মুভি ড্রিম গার্ল ২-এ। সম্প্রতি নতুন ছবির শ্যুটিং শুরু করেছেন। অ্যাকশন ড্রামায় দেখা যাবে আয়ুষ্মানকে। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন, সারা আলি খান। এছাড়াও হাতে রয়েছে হরর কমেডি মুভি। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানা। এছাড়াও থাকছেন পরেশ রাওয়াল, নাওয়াজউদ্দিন উদ্দিকি। ২০২৫ -এর দিওয়ালিতে মুক্তি পেতে পারে ছবিটি।