Azmeri Haque Badhon: 'আমি বিষন্ন, হতাশ খুব! সব চুরমার হয়ে যাচ্ছে...', মানসিক অসুস্থতা বাড়ছে বাংলাদেশী অভিনেত্রীর..

Azmeri Haque Badhon: বাংলাদেশ ন্যায়ের ওপর নির্ভর করে তৈরি হবে। বাংলাদেশে পরিবর্তন সম্ভব বলেই বিশ্বাস করেছিলেন অভিনেত্রী। কিন্তু, সেটা হল না। এক ঐতিহাসিক সুযোগ হারাল সেদেশ। এবং এসব ভাবতে ভাবতেই অভিনেত্রী রীতিমতো বিষন্ন হয়ে যাচ্ছেন।

Azmeri Haque Badhon: বাংলাদেশ ন্যায়ের ওপর নির্ভর করে তৈরি হবে। বাংলাদেশে পরিবর্তন সম্ভব বলেই বিশ্বাস করেছিলেন অভিনেত্রী। কিন্তু, সেটা হল না। এক ঐতিহাসিক সুযোগ হারাল সেদেশ। এবং এসব ভাবতে ভাবতেই অভিনেত্রী রীতিমতো বিষন্ন হয়ে যাচ্ছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Azmeri Haque Badhon on Bangladesh shared about nations problem

যা বললেন বাংলাদেশি অভিনেত্রী... Photograph: (Instagram)

Bangladeshi Actress: বাংলাদেশ জুড়ে এখন সাংঘাতিক অবস্থা! সারা দেশ স্বাধীনতার নতুন সূর্য দেখার পরেও, তাঁরা নানা কারণে এখনো সভ্য সমাজ থেকে দূরে বলেই দাবি করেছেন অনেক অভিনেতারা। এমনকি বাঁধন, যিনি গতবছর জুলাইয়ে এক দারুণ ভূমিকায় ছিলেন, তিনি আবারও নানা প্রসঙ্গে কথা বলেছেন। দেশের বর্তমান পরিস্থিতি, দেশের সরকারকে নিয়ে তিনি আশাহত এবং মর্মাহত। অভিনেত্রীকে বলতে শোনা গেল, ভাল দেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু যা দেখছেন...

Advertisment

বাংলাদেশ ন্যায়ের ওপর নির্ভর করে তৈরি হবে। বাংলাদেশে পরিবর্তন সম্ভব বলেই বিশ্বাস করেছিলেন অভিনেত্রী। কিন্তু, সেটা হল না। এক ঐতিহাসিক সুযোগ হারাল সেদেশ। এবং এসব ভাবতে ভাবতেই অভিনেত্রী রীতিমতো বিষন্ন হয়ে যাচ্ছেন। তিনি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে, তিনি দেশের পরিস্থিতিতে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা স্বীকার করেছেন। অভিনেত্রীকে বলতে শোনা গেল... আমি একটা ভাল দেশের স্বপ্ন দেখেছিলাম। ভাল একটা জাতির গড়ে ওঠার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু, এখন আমি আশাহত। আমি চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছি। আশা দমন করে ফেলেছি। আমার মানসিক অসুস্থতা আছে। শুধু তাই নয়, আমি অনেকবার এই নিয়ে কথা বলেছি।"

আরও পড়ুন  -   Hera-Pheri 3: পরেশ রাওয়ালের জায়গায় কালীন ভাইয়া? পর্দার বাবুরাওকে নিয়ে যা বলে বসলেন জনপ্রিয় অভিনেতা...

Advertisment

অভিনেত্রী, সাফ জানান তিনি নানাভাবে ভারাক্রান্ত। যেকারনে তাঁর মন এবং মাথার ওপর চাপ পড়ছে। তিনি বলছেন, "আমি বিষন্ন। শেষ কয়েকমাসে ওজন বেড়েছে। হতাশা থেকেই হয়ে গিয়েছে সেটা। অনেক আশা ছিল, চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছে। চুরমার হয়ে যাচ্ছে।" তাহলে কি দেশের নাগরিক হিসেবে তাঁর কিছু করতে ইচ্ছে হয়? কিংবা করার ক্ষমতা রাখেন তিনি? তিনি সাফ বললেন...

"আমার কিছুই করার নেই। বরং যেটুকু বোঝার ক্ষমতা ছিল, করার ক্ষমতা ছিল, জুলাই আন্দোলনে সেটুকু করেছি। ওদের সাপোর্ট করেছি। এছাড়া আমি আর কী করব? অনেকেই বলে রাজনীতিতে যোগ দাও। আমি কোনোদিন রাজনীতি করব না। এ  জীবনে কোনোদিন রাজনৈতিক দলে যোগ দেব না। কিন্তু, রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে অবশ্যই কথা বলব। অধিকার এবং স্বাধীনতা চেয়ে যাব।"

Entertainment News Today entertainment Entertainment News Bangladeshi actress Bangladesh