Azmeri Haque Badhon: 'ওরা বলল অ্যাসিড ছুঁড়ে মারবে..', শেখ হাসিনার বিরোধিতা করতেই বাংলাদেশে হুমকির মুখে বাঁধন
তারপরই, শুরু হয় নানা গন্ডগোল। অভিনেত্রীর উদ্দেশ্যে যেতে থাকে নানা ধরনের হুমকি। তাঁকে শেষ করে দেওয়ার পাশাপাশি তাঁকে অ্যাসিড ছুঁড়ে মারার মতো হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাঁকে।
বাংলাদেশে কোটা আন্দোলনে যে তারকারা যোগ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আজমেরী হক বাঁধন। অভিনেত্রী, রংপুরের আবু সায়েদ খুন হওয়ার পরেই রাস্তায় নামেন।আন্দোলনে যোগ দিয়ে আহ্বান জানান দেশের স্বার্থে পাশে থাকার জন্য। এরপর, তিনি আরও যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী অপসারণের র্যালিতে।
Advertisment
তারপরই, শুরু হয় নানা গন্ডগোল। অভিনেত্রীর উদ্দেশ্যে যেতে থাকে নানা ধরনের হুমকি। তাঁকে শেষ করে দেওয়ার পাশাপাশি তাঁকে অ্যাসিড ছুঁড়ে মারার মতো হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে তাঁকে। সমাজ মাধ্যমে তিনি ভিডিওর মাধ্যমেই সেসব জানিয়েছেন। বাঁধন নিজের ফেসবুক প্রোফাইলের ছবি এবং কভার কালো করে দেন। তারপরই অভিনেত্রীকে সরকার বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়। তিনি বলেন...
"আমায় বলা হচ্ছে আমি সরকারের বিরুদ্ধে। নাগরিক হিসেবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। নানা মহল থেকে ফোন পেয়েছি। সকলে আমায় এই বিষয় নিয়ে কথা বলতে না করেন।" কিন্তু অভিনেত্রী থামার নয়। বরং তিনি জানিয়েছেন, এরপরেও আন্দোলনে যোগ দিতেই তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। অভিনেত্রী বলেন...
আমায় বলা হয় আমি রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছি। আমায় গ্রেফতার করা হবে। এরপরেও যখন লাভ হল না, আমায় বলা হল গুলি করা হবে। তারপর বলল অ্যাসিড ছুঁড়ে মারা হবে। এও বলা হয়েছে, আমার পোশাক খুলে ফেলা হবে। আমি তো অভিনয় করি, আমায় মেরে ফেলে লাভ হবে না। বরং অ্যাসিড ছুঁড়ে মারবে বললে, আমার বেশি ভয় হবে। অভিনেত্রী এসব হুমকির পরেই আতঙ্কে।
নিজের বাড়িতে নিরাপত্তা বাড়িয়েছেন তিনি। তাঁর জীবনের ঝুঁকি দেখে অভিনেত্রীর বাবা বেশ ভয় পেয়েছিলেন। কিন্তু, মেয়েকে পড়ুয়াদের পাশে দাঁড়াতে বলেছিলেন তিনি। মা এবং মেয়ের কান্না দেখেও নিজের নীতি পাল্টাতে পারেননি। বরং বাড়ি থেকে বোরখা পরে বেড়িয়েছিলেন তিনি। আর আজ যখন বাংলাদেশে সব পাল্টে গিয়েছে, তখন একদল তারকার আনন্দের শেষ নেই। তাঁরা, বিজয় উৎসবে যোগ দিয়েছিলেন।
কিন্তু বাঁধন এও জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী যে পালিয়ে যাবেন, সেকথা ভাবতেই পারেননি তিনি।