পিঙ্ক লিপস উধাও, হেয়ার স্টাইলের ভোলবদল, চেহারা যেন আরও সুঠাম....। বাগী ২ ছবির ট্রেলার দেখার পর সব্বাইকে চমকে দিয়েছিলেন টাইগার শ্রফ। এ যেন এক অন্য টাইগার, যেন ‘দেশি র্যাম্বো’। হ্যাঁ, জ্যাকি শ্রফের ছেলের এমন নয়া অবতার দেখে অনেকেই বিড়বিড় করে ‘র্যাম্বো’ নামটা নিয়েছেন। এরপর থেকেই কার্যত ‘বাগী ২’ বি-টাউনে টক অফ দ্য টাউন হয়ে যায়। মারকাটারি অ্যাকশন দৃশ্যের জন্য টাইগারের ৪৬৭ ঘণ্টা ট্রেনিং নিয়েও চর্চা হয়েছে। এমনকি, বাগী ২ ছবিতে ‘এক দো তিন’ গানের রিমেক ভার্সান নিয়েও কম জলঘোলা হয়নি বলিপাড়ায়। সবমিলিয়ে এ ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রত্যাশা মতই ছবি মুক্তির প্রথম দিনের বক্সঅফিস হিসেবে হল মালিকদের মুখে চওড়া হাসি ফুটতে চলেছে । টাইগারের নতুন অবতারের সঙ্গে সঙ্গে এই পাওয়ার প্যাকড অ্যাকশন ছবি যে সিনেপ্রেমীদের মন কাড়ছে তা প্রথম দিনেই আন্দাজ করেছে বক্সঅফিস।
‘বাগী’র সাফল্যের পর সিক্যুয়েল ছবিও যে বড়সড় সাফল্য পেতে চলেছে এ ব্যাপারে আশাবাদী ট্রেড অ্যানালিস্টরাও। মুক্তির দিন প্রায় পনেরো কোটি টাকা কামাতে পারে এ ছবি, এমন হিসেবই দিয়েছিলেন ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহর। সপ্তাহান্তে টাইগার শ্রফ-দিশা পটানির এ ছবির বক্সঅফিস কালেকশন ৫০ কোটি টাকা হতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন গিরিশ।
অন্যদিকে চলতি বছরে বক্সঅফিসে বাজিমাৎ করেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত দীপিকা-রণবীর সিং অভিনীত ‘পদ্মাবত’। ‘সোনু কী টিটু কি সুইটি’ ছবিও দারুণ ব্যবসা করেছে বক্স অফিসে। অজয় দেবগণের ‘রেড’ ছবিও ১০০ কোটির দোরগোড়ায় দাঁড়িয়ে। ‘বাগী’-র সাফল্য ধরে রেখে সিক্যুয়েল ছবিতেও যে হল মালিকদের লাভের মুখ দেখাবেন টাইগার, তা ছবির প্রথম দিনের হিসেব দেখেই আন্দাজ করা যায়।
‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন জ্যাকি পুত্র টাইগার। প্রথম ছবিতে তাঁর নাচে যেমন অনেকেই ফিদা হয়ে গিয়েছিলেন। তেমনই তাঁর পিঙ্ক লিপসের জন্য, অনেকেই তাঁকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি করেছেন। পিঙ্ক লিপস নিয়ে শত গঞ্জনাও টলাতে পারেনি টাইগারকে। বাগী ২ ছবিই যেন তার জ্বলন্ত উদাহরণ। টাইগারের ঠোঁটে গোলাপী রঙই শুধু ফিকে হয়ে যায়নি, তাঁর চেহারাতেও যেন ফিরেছে অন্য মেজাজ। ছবিতে তাঁর অ্যাকশন লুকের হাত ধরে বলিউড যে তার নিজের ‘র্যাম্বো’-কে পেতে চলেছে আগামী দিনে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।