যত দিন গড়াচ্ছে, বাগী ২ ছবির দৌলতে বক্সঅফিসে ততই যেন বাড়ছে টাইগারের গর্জন। দেশি র্যাম্বোর কেরামতিতে এবার একশো কোটির ঘরে পা ফেলার অপেক্ষায় বাগী ২। সবে ৫ দিন হয়েছে মুক্তি পেয়েছে টাইগার শ্রফ-দিশা পাটানির ছবি বাগী ২। এর মধ্যেই দেশের বক্সঅফিসে ৯৫.৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বাগী-র সিক্যুয়েল ছবি। বুধবার, ষষ্ঠ দিনেই ১০০ কোটির ঘরে পা রাখতে পারে টাইগারের ছবি, এমনটাই মনে করছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। অন্যদিকে, ছবি মুক্তির দিনই ২৫.১০ কোটি টাকা রোজগার করে বক্সঅফিসে ইতিহাস তৈরি করেছে বাগী ২।
বাগী ২ যে বক্সঅফিসে রীতিমতো রাজত্ব করবে, তার আন্দাজ আগেই দিয়েছিলেন ট্রেড অ্যানালিস্টরা। ছবি মুক্তির ষষ্ঠদিনেই একশো কোটি টাকার ব্যবসা করার আগাম সম্ভাবনার কথা বলার পাশাপাশি, গত ৫ দিনের ছবির বক্সঅফিস কালেকশনর হিসেব ট্যুইটারে তুলে ধরেছেন তরণ আদর্শ।
#Baaghi2 is all set to cruise past ₹ 100 cr mark today
… Tiger Shroff debuts in ₹ 100 cr Club with #Baaghi2... Fri 25.10 cr, Sat 20.40 cr, Sun 27.60 cr, Mon 12.10 cr, Tue 10.60 cr. Total: ₹ 95.80 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) April 4, 2018
বাগী ২ বক্স অফিস রিপোর্টঃ বাজিমাত করতে চলেছে দেশী র্যাম্বো
বাগী ২ ছবির সাফল্য নিয়ে উচ্ছ্বসিত বলিপাড়াও। ইতিমধ্যেই ছবির সাফল্যের জন্য সাজিদ নাদিয়াদওয়ালা ও তার টিমকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। উল্লেখ্যে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলে করণ জোহরের সঙ্গে কাজ করছেন টাইগার শ্রফ। বাগী ২ টিমকে শুভেচ্ছা ডানিয়েছেন হৃত্বিক রোশন ও অনিল কাপুরও।
Kick ass action and the manic magic and sheer sincerity of @iTIGERSHROFF ! Congratulations to Sajid Nadiadwala and his team for this mainstream masala madness!!!! pic.twitter.com/sH55brZUy6
— Karan Johar (@karanjohar) April 3, 2018
বাগীর সাফল্যের পর বাগী ২ ফিল্মের দৌলতেও যে হল মালিকরা লাভের মুখ দেখবেন, তার আন্দাজ মিলেছিল এ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই। বাগী ২-তে টাইগারের অ্যাকশন লুকই সবথেকে নজর কেড়েছে সবার। এ ছবির হাত ধরে ‘হিরোপন্তি’-র টাইগারের যে এমন ভোল বদল হবে তা মনে হয় কেউই কখনও ভাবেননি। টাইগারের ঠোঁটের গোলাপি রং ফিকে তো হয়েইছে, সেইসঙ্গে তাঁর চেহারা যেন আরও সুঠাম হয়েছে। এ ছবিতে অ্যাকশন লুকের জন্য কম কসরত করেননি টাইগার! অ্যাকশন অবতার আকর্ষণীয় করতে ৪৬৭ ঘণ্টা ট্রেনিং নিয়েছেন বাগী ২ ছবির হিরো। এ ছবিতে জ্যাকি পুত্রকে দেখে ভারতীয় দর্শকের চোখে ‘র্যাম্বো’-র ছবি ভেসেছে। সেজন্যই টাইগারের এই নয়া লুককে কাজে লাগিয়ে বলিউড পেতে চলেছে তার নিজের র্যাম্বোকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরের ছবি ‘র্যাম্বো’-তেই দেখা যাবে টাইগার শ্রফকে। সব ঠিকঠাক থাকলে ২০১৯ সালে এ ছবির কাজ শুরু হবে। ২০২০ সালে পাকাপাকি ভাবে ভারতীয় বক্সঅফিসে আত্মপ্রকাশ করবে দেশি র্যাম্বো।