/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/baaghi-2-movie-review-759.png)
বক্সঅফিস হিট বাগী ২
টাইগার শ্রফ অভিনীত বাগী ২ সিনেমা হলে ঝড় তুলেছে। দ্বিতীয় সপ্তাহের ছবির আয় থেকেই ধারণা করা হয়েছিল এ ছবি লম্বা দৌড়ের। তৃতীয় সপ্তাহের শেষে সে কথা সত্যি প্রমাণিত হল। ব্লকবাস্টার টাইগার শ্রফের এই বাগী ২ সতেরো দিনে আয় করেছে ১৫৫.৬৫ কোটি টাকা। এই ছবির সঙ্গেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়লেন অভিনেতা টাইগার শ্রফ। টাইগারের এটাই প্রথম ছবি যা ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। এ ছাড়াও বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাগী ২। বাগী ২ টাইগারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এক জোড়া ফ্লপের পরে বক্সঅফিসে ফিরেছেন তিনি। এবার তিনি প্রমাণ করলেন যে তিনি আউট হয়েছিলেন ঠিকই কিন্তু মাঠের বাইরে বেরিয়ে যাননি।
And #Baaghi2 crosses ₹ 150 cr mark... The mass pockets/single screens remain the main contributors...
Fri 1.75 cr, Sat 2.50 cr, Sun 2.95 cr. Total: ₹ 155.65 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) April 16, 2018
অক্ষয় কুমারের ছবির তুলনায় বাগী ২ বক্সঅফিসে বেশী চর্চিত। ইতিমধ্যেই টাইগার অ্যাকশন দৃশ্যের অভিনয় করে খিলাড়ি ট্যাগের যোগ্য উত্তরাধিকারী হয়ে উঠেছেন। অক্ষয় নিজে ট্যুইট করে বলেছেন, টাইগার শ্রফ বলিউডের টনি জা। ৯-এর দশকের শেষ থেকে নতুন সহস্রাব্দের শুরু পর্যন্ত বলিউডের একজন অ্যাকশন হিরোর জন্য মুখিয়ে ছিল। টাইগার প্রমাণ করেছেন তিনি এই ট্যাগটির যোগ্য হয়ে উঠেছেন।
And #Baaghi2 crosses ₹ 150 cr mark... The mass pockets/single screens remain the main contributors...
Fri 1.75 cr, Sat 2.50 cr, Sun 2.95 cr. Total: ₹ 155.65 cr. India biz. — taran adarsh (@taran_adarsh) April 16, 2018
পরের দুদিন বাগী ২ কোমন ব্যবসা করে সে দিকেই এখন চোখ রাখতে হবো। ২০০ কোটি বোধহয় খুব বেশি দূরে নেই।