Babil Khn News: মে মাসের প্রথম রবিবার অর্থাৎ ৪ মে প্রয়াত অভিনেতা ইরফান পুত্র বাবিলকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এক ভিডিওবার্তায় প্রকাশ্যে বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর সহ একাধিক স্টার কিডদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বাবিল। নেপো কিডদের জন্যই বলিউড ধ্বংস হয়ে যাচ্ছে, হাউহাউ করে কাঁদতে কাঁদতে এই কথাগুলোই বলেছিলেন। ভিডিওটি কিছুক্ষণের মধ্যে সরিয়ে ফেললেও কয়েক মুহূর্তেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইরফান পুত্রের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় অনেকেই। ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্ছ্বারও হয়েছিলেন নেটিজেনদের একাংশ। রবিবাসরীয় বিকেলেই বাবিলের মা একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন, তাঁর জীবনের যে কঠিন সময় এটা তারই প্রতিচ্ছবি। তবে বাবিল কাউকে অপমান করেননি সেই সাফাইও দিয়েছিলেন।
ভিডিও পোস্টের পর সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন বাবিল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে অর্জুন-অনন্যার কাছে ক্ষমা চেয়ে ইনস্টা স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন ইরফান পুত্র। ঘটনার দুসপ্তাহের মাথায় সোশ্যাল মিডিয়ায় বাবিল খানের আরও একটি পোস্ট। তবে সেটি সম্পূর্ণ কাজ সংক্রান্ত। চলচ্চিত্র নির্মাতা সাই রাজেশের আগামী ছবি থেকে সরে যাচ্ছেন বাবিল। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাই করেছেন অভিনেতা ও পরিচালক। দুজনেই তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্টের মাধ্যমে বিষয়টি সকলকে জানিয়েছেন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, বাবিল খানকে হয়ত সাই রাজেশের 'বেবি'-র হিন্দি রিমেকের জন্য নির্বাচন করা হয়েছিল।
বাবিল লিখেছেন, 'অনেকটা সাহসীকতা, আবেগ এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি সাই রাজেশ স্যার এবং আমি দুজনেই নতুন কিছু তৈরির জন্য এগিয়েছিলাম। কিন্তু, দুর্ভাগ্যবশত অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে আপাতত দুজনেই আমরা সেই কাজটি থেকে সরে এসেছি। যে পরিকল্পনামাফিক আমরা এগিয়ে ছিলাম সেই জার্নিটা এখানেই শেষ করছি। আমি এখন বেশ কিছুটা সময় একটু ছুটি নেব। তাই সাই রাজেশ স্যারকে আগামীর জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মধ্যে অগাধ বিশ্বাস-ভালবাসা রয়েছে। ভবিষ্যৎ-এ আমরা আবার একসঙ্গে কাজ করব। সিনেমার পর্দায় যৌথভাবে নতুন ম্যাজিক তৈরি করব।'
অন্যদিকে রাজেশও তাঁর ইনস্টা হ্যান্ডেলে বাবিলের প্রশংসা করে লিখেছেন, 'আমার দেখা প্রতিভাসম্পন্ন ও কঠোর পরিশ্রমী একজন অভিনেতা। বাবিলের সঙ্গে দুর্ভাগ্যবসত কাজটা আর করা হল না। অনেকটা টাইম আমরা এই প্রজেক্টে ব্যায় করেছিলাম। ওঁর মতো একজন প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করার জন্য আনন্দিত ছিলাম। আমার সামনে ও অভিনয় করছে, এই দৃশ্যটা আমি সবসময় উপভোগ করতে চাই। তোমাকে মিস করব হিরো।'
আরও পড়ুন অনন্যা-অর্জুনের মতো নেপো কিডদের জন্য বরবাদ ইন্ডাস্ট্রি! বলিউড নিয়ে বিস্ফোরক ইরফান পুত্র বাবিল