বাবিল খান, যাকে বেশিরভাগ চেনেন ইরফান খানের পুত্র হিসেবে, তাঁকে নিয়ে সবসময় আলোচনা হয়ে থাকে। বিশেষ করে তাঁর আচরণ নিয়ে। কারণ, তিনি যে ধরনের কান্ড কারখানা করেন তাতে অনেকেই বাঁকা চোখে তাকান।
বাবিলকে উদ্দেশ্য করে অনেকেই বলেন তাঁকে নাকি ইরফান এত ভাল মানুষ তৈরি করেছেন যে বলার অপেক্ষা রাখে না। কিন্তু মাঝে মধ্যে তাঁর ভাল ব্যবহার এবং আচরণকে অনেকেই অতিরিক্ত বলে উল্লেখ করেন। এবারও তাঁর ব্যতিক্রম না। কারণ? বাবিল একজনকে সামনে দেখে যেভাবে লাফিয়ে উঠলেন...
এহেন ঘটনা বাবিলের জীবনে নতুন না। কোনসময় কারওর সামনে চলে এলে, কিংবা কারওর আঁচলে পা রেখে দিলে তাঁর সামনে থেকে লাফ দিয়ে সরে যান। কখনও জ্বিভ কেটে ক্ষমা পর্যন্ত চান। এবার, শান্তনু মহেশ্বরীকে সামনে থেকে দেখে বাবিল যা করলেন, তাতে করে আবারও তাঁকে নিয়ে প্রশ্ন উঠল।
শান্তনুকে সামনে দেখে সাক্ষাৎকারের মাঝখানে, লাফ দিয়ে এগিয়ে এলেন বাবিল। শুধু তাই নয়, তাঁকে জড়িয়ে ধরলেন, আর ছাড়ার নাম পর্যন্ত নেই। এই দৃশ্য দেখেই, বেশিরভাগ বলছেন, বাবিল একটু অতিরিক্ত বেশি বেশি করেন। এখানেই শেষ না। কেউ কেউ এমনও বললেন...
"এ সবসময় ওভার এক্টিং করে মিডিয়া দেখলে।" আবার কেউ বলেন, "এ একদিন বাবার নাম ডুবিয়ে দেবে।" অন্যদিকে আরেকজন বলে বসলেন, সবসময় বেশি বাড়াবাড়ি এর কী সমস্যা কোথায়? বাবিল, নিজেও সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। বাবার সঙ্গে মাঝেমধ্যেই নানা অদেখা ছবি শেয়ার করেন। সেকারণে বেশ প্রশংসা পর্যন্ত পান তিনি।