Advertisment
Presenting Partner
Desktop GIF

জিয়াগঞ্জে অরিজিতের পাড়ায় বাদশা, দামি গাড়ি ছেড়ে স্কুটিতে ঘুরছেন বিখ্যাত ব়্যাপার

বাদশা-অরিজিৎ একসঙ্গে প্রজেক্ট আনতে চলেছেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit singh, badshah, arijit badshah, arijit singh songs, arijit singh news, arijit singh at jiagaunj, badshah with arijit অরিজিত সিং, বাদশা, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

অরিজিত-বাদশা

সঙ্গদোষে অনেক কিছুই হতে পারে। কেউ ভঙ্গ হয় আবার কেউ শুধরে যায়। কিন্তু, এতটা বদল আসতে পারে যেন ভাবনার অতীত। অর্থাৎ! ভারতীয় রাপার বাদশা, অরিজিৎ সিং এর সঙ্গে একদিন থেকেই ভোল বদল!

Advertisment

অরিজিৎ বরাবরই একদম মাটির মানুষ। আজও, মুম্বাইয়ের তামঝাম জীবন ছেড়ে নিজের শিকড়ে পরে রয়েছেন তিনি। জিয়াগঞ্জের বাড়িতেই থাকেন। পরিবারের সকলেই সেখানে থাকেন। এবার অরিজিৎ এর রঙেই সম্পূর্ন নিজেকে বদলে দিলেন বাদশা। দুই শিল্পীতে মিলে যা কান্ড ঘটালেন, অবাক হয়ে চেয়ে থাকলেন সকলেই।

জিয়াগঞ্জে অরিজিৎ আর পাঁচজন সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়ান। কখনও বাজার করতে বেড়ান আবার কখনও ছেলেমেয়েদের স্কুলে দিতে যান। তিনি সবসময়ই, তাঁদের একজন হয়েই বসবাস করেন। তবে, বাদশার পক্ষে সেসব একটু কঠিন হলেও অরিজিৎ এর সঙ্গে নিজেকে মানিয়ে নিলেন তিনি। সমাজ মাধ্যমে ভাইরাল একটি ভিডিও। অরিজিৎ এর সঙ্গে বাদশা ঘুরে বেড়াচ্ছেন তাও আবার জীয়াগঞ্জের রাস্তায়? একদম সাদামাটা অবতারে। 

বৃষ্টি পড়ুক, আর যাই হোক - অরিজিৎ এর সঙ্গে ঘুরতে বেড়িয়েছেন বাদশা। কানাঘুষো, খবর বাদশা অরিজিৎ এর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জ গিয়েছেন। সেখানেই যানজট উপেক্ষা করতে স্কুটি করে ঘুরতে বেড়িয়েছেন তিনি। অরিজিৎ এর দেখা দেখি তিনিও স্কুটার করে ঘুরতে বেরিয়ে পড়লেন। না নিলেন ছাতা, না নিলেন কিছু। বরং বাদশা ব্যস্ত নিজের মতো করে ঘুরতে।

কিন্তু, সকলের মনে একটাই প্রশ্ন তারা দুজনে কি একসঙ্গে কোনও প্রজেক্ট করছেন? যদিও সেসবের উত্তর মেলেনি। রুপম ইসলামের একটু ফ্যান ক্লাব থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। অরিজিৎ এর সঙ্গে থেকেই বাদশা নিজেও সাধারণ হয়ে গিয়েছেন। তাঁরা ছাড়াও আরও দেখা গেল অন্যান্যদের।

Arijit Singh Entertainment News
Advertisment