/indian-express-bangla/media/media_files/2025/09/11/trump-2025-09-11-13-23-20.png)
কী এমন হল সেই গানের মাধ্যমে...
বলিউড, শুধু গানে-অভিনয়ে নয়, অনেক সময় সমসাময়িক রাজনীতিতেও মজার ব্যঙ্গ ছুঁড়ে দিতে তৈরি থাকে। সম্প্রতি সেটাই দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রে বাদশার লাইভ কনসার্টে আর ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ সলমন খানের মন্তব্যে। দুই তারকাই আলাদা প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে রসিকতা করে দর্শকদের মন ভাল করে দিলেন।
বর্তমানে উত্তর আমেরিকা জুড়ে তাঁর “Unstoppable USA Tour” নিয়ে ব্যস্ত বাদশা। প্রতিটি শো-ই যেন রূপ নিচ্ছে সঙ্গীত, নাচ আর হাসির এক উন্মাদনায়। নিউ জার্সির সাম্প্রতিক কনসার্টে তিনি ভক্তদের চমকে দেন হিট গান ‘তারিফে’ গাওয়ার সময়। গানের জনপ্রিয় লাইন “কিন্নিয়া তারিফে চাহিদি এ তেনু” হঠাৎই বদলে হয়ে যায়—“কিন্নি ট্যারিফ চাহিদিয়ে ট্রাম্প কো” (ট্রাম্প ঠিক কতটা ট্যারিফ চান?)। আমেরিকার শুল্কনীতি বিতর্ককে ঘিরে এই মজায় দর্শকরা হেসে গড়াগড়ি খান, করতালিতে ভরে ওঠে পুরো স্টেডিয়াম। সঙ্গীতের সঙ্গে সমসাময়িক ব্যঙ্গের এই মিশ্রণই আবারও প্রমাণ করল বাদশার আলাদা স্টাইল।
অন্যদিকে, ভারতে ‘বিগ বস ১৯’-এর মঞ্চে আরেক সুপারস্টার সালমান খানও পরোক্ষভাবে ট্রাম্পকে খোঁচা দেন। এক এপিসোডে প্রতিযোগীদের মধ্যে চলা লাগাতার ঝগড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গোটা বিশ্বজুড়ে হচ্ছেটা কী? যারা সবথেকে বেশি ঝগড়া আর অশান্তি করছে, তাদের-ই নোবেল পুরস্কার চাই।” যদিও কারও নাম নেননি, দর্শক-সমালোচকরা মন্তব্যটিকে সরাসরি ট্রাম্পকে ঘিরেই বলা ব্যঙ্গ হিসেবে ধরেছেন। কারণ, মার্কিন প্রেসিডেন্ট বহুবার প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন।
এই দুই ঘটনা দেখায়, বলিউড তারকারা শুধু বিনোদনের জগতে সীমাবদ্ধ নন, তাঁরা সাময়িক রাজনৈতিক প্রসঙ্গেও ব্যঙ্গাত্মক মন্তব্য করতে পিছপা হন না। বাদশা যেখানে সংগীতের মঞ্চে এক চতুর শব্দখেলায় ট্রাম্পকে আলোচনায় আনলেন, সালমান খান তাঁর জনপ্রিয় টেলিভিশন প্ল্যাটফর্মে সূক্ষ্ম মন্তব্যে দর্শকদের হাসালেন।
প্রসঙ্গে সলমন যদিও বা, নিজের দেশের মাটিতেই এই নিয়ে খোরাক করেছেন, তবে বাদশা তিনি যেন এক অসাধ্য সাধন করলেন। আমেরিকায় দাঁড়িয়ে ট্রাম্পকে নিয়ে এহেন মজা করা নেহাতই সহজ ঘটনা না। সেকারণেই আরও বেশি করে আলোচনায় আছেন তিনি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us