Advertisment
Presenting Partner
Desktop GIF

অন্যকে খুঁটিয়ে দেখেই অভিনয়, দেবের 'বাঘা যতীনে' কীভাবে 'ক্ষুদিরাম' হয়ে উঠলেন সামিউল?

টলিপাড়ার ক্ষুদিরাম সামিউল, দেবের সঙ্গে স্ক্রিন শেয়ারের প্রতিক্রিয়া কেমন?

author-image
Anurupa Chakraborty
New Update
দেব, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, dev, bagha jatin, dev new movie, dev as bagha jatin, samirul islam, samirul new movie, actor samirul,entertainment news, tollywood news, entertainment news, indian express entertainment news, today entertainment article, viral news,বলিউদ, বিনোদনের খবর, আজকের টলিউড

নতুন ক্ষুদিরাম সামিউল

দেবের 'বাঘা যতীন' আসছে, এবং সবথেকে বড় কথা 'ব্যোমকেশ ও দুর্গ রহস্যের' স্ক্রিনিং এর আগেও দেবের বাঘা যতীনের ট্রেলার দেখানো হয়েছে। দুটি ছবি একসঙ্গে প্রমোট করেছেন দেব। আজই প্রকাশ্যে এসেছে স্বাধীনতা, সংগ্রামের আরেক যোদ্ধার ঝলক.. 'বাঘা যতীন' ছাড়াও আর যে একজন দেশকে স্বাধীন করতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি ক্ষুদিরাম বসু, আর...

Advertisment

অভিনেতা দেবের যখন ছবি, তখন তিনি আট ঘাট বেঁধেই নামবেন। খামতি রাখবেন না কোনও কিছুতেই। 'বাঘা যতীনের' পাশাপাশি চমক রয়েছে নানা কিছুতে। ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করছেন বেশ চেনা মুখ। 'সহজ পাঠের গপ্পোর' গোপালকে মনে আছে? 'পরিণীতা' ছবিতে শুভশ্রীর ভাইয়ের চরিত্রেও তাঁকে দেখা গিয়েছিল। এবার, সেই ক্ষুদিরামের চরিত্রে। অভিনেতা সামিউল আলম রয়েছেন এই চরিত্রে। ক্ষুদিরামের চরিত্র করতে গিয়ে কতকিছু শেখা, দেবের সঙ্গে কাজ... এটুকু বয়সে এতটা সাফল্য, কেমন লাগল তাঁর?

প্রথম লুক প্রকাশ্যে আসতেই, বেশ নিদারুণ প্রশংসা পাচ্ছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন যেতেই অভিনেতা জানালেন, "এটাই তো প্রথমবার ক্ষুদিরাম হওয়া না, এর আগে জি বাংলার নেতাজী ধারাবাহিকেও আমি ক্ষুদিরাম হয়েছিলাম। এছাড়া, যদি বলো কোনও ওয়ার্কশপ করেছি কিনা, তাহলে বলব যে আমি নভেল পড়েছি। অনেক ইতিহাস পড়েছি, এভাবেই ক্ষুদিরাম বসুকে জানার চেষ্টা করেছি। আর পরিচালক তো ভেবেই রেখেছিলেন, আমায় দিয়ে কী কী করাবে। খুব একটা ভয় পাওয়ার সম্ভাবনা ছিল না।"

বাংলার এক এমন স্বাধীনতা সংগ্রামী, তাঁর চরিত্রে অভিনয়? আশা করেছিলেন সামিউল? অভিনেতা বললেন, "আমি ভীষণ লাকি। আমি যে এই চরিত্রটা পেয়েছি। দেব দার সঙ্গে কাজ খুব ভাল লেগেছে।" মুগ্ধ টলিপাড়ার নতুন ক্ষুদিরাম। অভিনেতা কাজ করেছিলেন রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়ে'ও। দুটি চরিত্র একদম ভিন্ন, ট্রানজিশন কীভাবে সম্ভব হল... জন্মগত অভিনয় সত্ত্বা নাকি? অভিনেতা বললেন, "কোনও জন্মগত অভিনয় সত্ত্বা আমার নেই। পরিবারেও কারওর সঙ্গে অভিনয়ের সম্পর্ক নেই। তবে, আমি নিজে ফলো করি। মানুষকে অবজার্ভ করতে আমার খুব ভাল লাগে। সেটা থেকেই যা যা।"

একেকটা চরিত্রের সঙ্গে সঙ্গে মানুষ অনেককিছু শেখে। শুধু তাই নয়, মানুষের ভালবাসায় আপ্লুত সে। শেখার প্রসঙ্গেই বললেন, "যে আমি অনেককিছু শিখেছি। কতটা কী করতে পারলে ক্ষুদিরাম বসু হওয়া যায় অথবা ক্ষুদিরাম বসুর কতটা অবদান, সেটা জানতে পেরেছি।"

tollywood Dev Entertainment News
Advertisment