Balika Vadhu Avika Gor Unknown Facts: সিরিয়াল থেকে সিনেমা, হেঁটেছেন কানের লাল গালিচাতেও, 'বালিকা বধূ'-অভীকার অজানা গল্প

Balika Vadhu Actress: প্রেমিকের গালে চুমু এঁকে নতুন জীবনে পা রাখলেন আনন্দী ওরফে অভীকা। জন্মদিনের আগেই জীবনে লাগল নতুন রং। বালিকা বধূ অভীকাকে নিয়ে ভক্তদের উৎসাহ প্রবল। এক নজরে জেনে নেওয়া যাক, অভীকার জীবনের অজানা কিছু গল্প

Balika Vadhu Actress: প্রেমিকের গালে চুমু এঁকে নতুন জীবনে পা রাখলেন আনন্দী ওরফে অভীকা। জন্মদিনের আগেই জীবনে লাগল নতুন রং। বালিকা বধূ অভীকাকে নিয়ে ভক্তদের উৎসাহ প্রবল। এক নজরে জেনে নেওয়া যাক, অভীকার জীবনের অজানা কিছু গল্প

author-image
IE Bangla Entertainment Desk
New Update
 'বালিকা বধূ'-র অজানা গল্প

'বালিকা বধূ'-র অজানা গল্প

Balika Vadhu Unknown Facts: একটা সময় হিন্দি টেলিভিশনের অন্যতম পপুলার ধারাবাহিক ছিল বালিকা বধূ। আর সেখানে আনন্দীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিকা গর। ছোট পর্দায় কিশোরী আনন্দীর চরিত্রে অভীকার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে রয়েছে। কৈশোর কাটিয়ে ছোট্ট অভীকা পা রেখেছেন যৌবনে। রোডিসের প্রতিযোগী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মিলিন্দ চন্দওয়ানির সঙ্গে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর মনের মানুষের সঙ্গে বাগদান সারলেন ছোট পর্দার আনন্দী। রংমিলান্তি পোশাকে সাবেক সাজে অপরূপা 'বালিকা বধূ'। প্রেমিকের গালে চুমু এঁকে নতুন জীবনে পা রাখলেন আনন্দী ওরফে অভীকা। জন্মদিনের আগেই জীবনে লাগল নতুন রং। বালিকা বধূ অভীকাকে নিয়ে ভক্তদের উৎসাহ প্রবল। এক নজরে জেনে নেওয়া যাক, অভীকার জীবনের অজানা কিছু গল্প (Unknown Facts)। 

Advertisment

অভিনেত্রী হওয়ার স্বপ্ন

সমীর আর চেতনা গরের মেয়ে অভীকা গর। ছোট থেকেই অভিনত্রী হওয়ার স্বপ্ন ছিল দু'চোখে। পড়াশোনার পাশাপাশি বিউটি পেজেন্টেও অংশ নিয়েছিলেন। অভীকার ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করবেন। 

Advertisment

অভীকার পছন্দ

অভীকা নাচ-গান করতে ভালবাসতেন। সেই সঙ্গে ছবি তোলাও ছিল তাঁর খুবই পছন্দের একটি জিনিস।

অভীকার পুরস্কার

বালিকা বধূ খ্যাত অভীকা গরের ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কারও। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে পরপর তিনবার পেয়েছেন টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। সৌজন্যে হিট মেগা বালিকা বধূতে শিশু শিল্পী হিসেবে আনন্দী চরিত্রে অভিনয়। অভীকা একমাত্র ভারতীয় টেলি অভিনেত্রী যিনি ভিয়েতনামে 'ফেস অফ দ্য ইয়ার' সম্মানে সম্মানিত হয়েছছিলেন। বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন।

অভীকার সিরিয়াল 

বালিকা বধূতে আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জনের পর শ্বশুরাল সিমর কা-তে কাজ করেছেন। সেখানেই দর্শকের দিল জিতে নিয়েছিলেন। তেলুগু ছবিতেই কাজ করেছেন ছোট পর্দার আনন্দী। Uyyala Jampala ছিল তাঁর ডেবিউ মুভি। 

অন্য অভীকা

অভীকা অভিনয় করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধের মত  সামাজিক কাজের সঙ্গেও যুক্ত। বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিংও করেন। 

পশুপ্রেমী অভীকা

তিনি একজন পশুপ্রেমীও বটে। অভীকা পোষ্য ভালবাসেন। নিজের পোষ্যকে শিরো নামে সম্বোধন করেন। 

কানের মঞ্চে অভীকা

২০১৬ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালেও অংশ নিয়েছিলেন বালিকা বধূ অভীকা। শর্ট ফিল্ম Ankahee Baatein-এর জন্য সঙ অভিনেতা মনীশ রাইসিংহানের সঙ্গে লাল গালিচায় হেঁটেছিলেন।  

আরও পড়ুন রংমিলান্তি পোশাকে প্রেমিকের গালে চুমু, বাগদান সারতেই আবেগপ্রবণ পোস্ট 'বালিকা বধূ' অভীকার

Avika Gor Balika Vadhu