/indian-express-bangla/media/media_files/2025/10/01/avika-gor-milind-chandwani-first-wedding-photos-2025-10-01-09-41-38.jpg)
বিয়ে সারলেন অভিকা...
অভিনেত্রী অভিকা গোর, যিনি বালিকা বধূ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান, ঘরে ঘরে পরিচিতি লাভ করেন, অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিশেষ আকর্ষণ হল- এই বিয়ের প্রতিটি পর্ব, যেমন হলুদ, মেহেন্দি, বারাত থেকে শুরু করে ফেরে পর্যন্ত, সম্পন্ন হয়েছে রিয়েলিটি শো 'পতি, পত্নী অউর পাঙ্গা'-র সেটেই।
হিন্দু রীতি মেনে সকাল থেকে শুরু হয় উৎসব। সকালে বরযাত্রী এসে পৌঁছায়, আর বিকেলে সম্পন্ন হয় ফেরে। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন শোয়ের অন্যান্য প্রতিযোগীরাও- হিনা খান, ইশা মালব্য, রুবিনা দিলায়েক, মুনাওয়ার ফারুকি প্রমুখ।
বর মিলিন্দ স্কুটারে চড়ে পৌঁছান বিয়ের মণ্ডপে এবং আনন্দে নেচে ওঠেন। অভিকা সেজেছিলেন একেবারে ঐতিহ্যবাহী সাজে। গাঢ় লাল-সোনালি লেহেঙ্গা ও ভারী পান্নার গহনায় সেজে উঠেছিলেন তিনি। মিলিন্দের পরনে ছিল পীচ ও সোনার শেরওয়ানি সঙ্গে মানানসই পাগড়ি। বিয়ের পর নবদম্পতিকে পাপারাজ্জির সামনে খুশিতে নাচতেও দেখা যায়।
বিয়ের আগে অভিকা ও মিলিন্দকে সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে দেখা গিয়েছিল। এছাড়া, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তারা এর আগেই বাগদান সম্পন্ন করেছিলেন।
এক সাক্ষাৎকারে অভিকা জানিয়েছিলেন, প্রথম দেখা থেকেই মিলিন্দের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে প্রেমের রূপ নেয়। দীর্ঘ দূরত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও, তারা সম্পর্কটিকে অনায়াসে টিকিয়ে রেখেছেন। অভিকার ভাষায়- "আমি সত্যিই ভাগ্যবান যে জীবনে এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি আমাকে বোঝেন, সমর্থন করেন এবং সবসময় আমাকে আরও ভালো কিছু করার জন্য উৎসাহ দেন।"
তিনি আরও বলেন, "২০০৮ সাল থেকে আমি জনসমক্ষে আছি এবং মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছি তা অসাধারণ। তাই আমি চেয়েছিলাম আমার ভক্তরাও আমার জীবনের এই বিশেষ মুহূর্তের অংশ হোক—এবং সেটা কোনওভাবে সত্যি হয়ে উঠেছে।"