Bengali Cinema Prime Time Show: প্রাইম-টাইমে বাংলা সিনেমার শো, কোন সমস্যার ইঙ্গিত দিল বাংলা পক্ষ?

খেয়াল করলে দেখা যাবে, বাংলা ছবির স্বার্থে রাজ্যস্তরে নানা ধরণের মিটিং হয়েছে। এবং সেক্ষেত্রে জানানো হয়েছে, পুজোয় যে কয়েকটি বাংলা ছবি রিলিজ করছে প্রত্যেকটিকে প্রাইম টাইমে রাখতে হবে। বাংলায় বাংলা ছবিকে জায়গা দিতে হবে।

খেয়াল করলে দেখা যাবে, বাংলা ছবির স্বার্থে রাজ্যস্তরে নানা ধরণের মিটিং হয়েছে। এবং সেক্ষেত্রে জানানো হয়েছে, পুজোয় যে কয়েকটি বাংলা ছবি রিলিজ করছে প্রত্যেকটিকে প্রাইম টাইমে রাখতে হবে। বাংলায় বাংলা ছবিকে জায়গা দিতে হবে।

author-image
Anurupa Chakraborty
New Update
bengal

কী জানাল বাংলা পক্ষ?

বাংলা ছবির পাশে দাঁড়ান। এই একটা কথা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। বর্তমানে, বাংলা ছবি এবং ভাষা নিয়ে লড়াই চলছে। কিন্তু, বাংলায় বাংলা ছবি বঞ্চিত। হিন্দি ছবি জায়গা করে নেয়। বড় প্রোডাকশনের ছবি এলেই মানুষ সেই ছবি দেখতে যায়। বাংলায় যেন মাঠে মারা যেত বাংলা ছবি। তবে গতবছর দুটি ছবি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। পুজো রিলিজ বহুরূপী এবং ক্রিসমাস রিলিজ খাদান - এই দুটি ছবি তাক লাগিয়ে দেয়। 

Advertisment

তবে খেয়াল করলে দেখা যাবে, বাংলা ছবির স্বার্থে রাজ্যস্তরে নানা ধরণের মিটিং হয়েছে। এবং সেক্ষেত্রে জানানো হয়েছে, পুজোয় যে কয়েকটি বাংলা ছবি রিলিজ করছে প্রত্যেকটিকে প্রাইম টাইমে রাখতে হবে। বাংলায় বাংলা ছবিকে জায়গা দিতে হবে। এবং এই প্রাইম টাইম শো নিয়ে কী বলছেন বাংলা পক্ষ? তাঁরা বাংলা ভাষা থেকে বাঙালি সব নিয়েই লড়ে যাচ্ছেন। এই প্রসঙ্গে তাঁদের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।

তাঁদের বক্তব্য ঠিক কী? 

তাঁদের কথায়, "বাঙালি কাজে বঞ্চিত, বাঙালি সর্বত্র বঞ্চিত। এবার বাংলা সিনেমার ক্ষেত্রেও সেটা শুরু হয়েছিল। আমরা প্রথম থেকেই লড়াই করে যাচ্ছিলাম। এই প্রসঙ্গেই আরও জানা গেল, হিন্দি বলিউড ছবির দাপাদাপিতে বাংলার এক নম্বর স্টার এবং সাংসদ দেব, তিনি নাকি হলে শো পাচ্ছেন না। বাকিদের কথা তো ছেড়েই দিলাম। সেই থেকেই লড়াই চলছে আমাদের। প্রতিমন্ত্রি ইন্দ্রনীল সেনের সঙ্গে মিটিং করি আমরা। আমরা মুখ্যমন্ত্রিকে চিঠি দিয়েছিলাম। যেটা গৌতম ঘোষ থেকে দেব, পরাণ বাবু সকলেই সই করেছিলেন। বিভিন্ন সময়ে যখন হল পাওয়া নিয়ে গণ্ডগোল হয়েছে বাংলা ছবি হয়তো হল পায়নি আমরা বিক্ষোভ করেছি।" 

Advertisment

এখানেই থামলেন না কৌশিক মাইতি। তিনি আরও বললেন, "খাদানের সময় গিয়েছিলাম আগেও করেছি। আমাদের ভাল লাগছে যে সরকার নিয়ম করল। তবে, এখানে একটা ছোট্ট বিষয়, কিছু সমস্যা আছে। গত কিছু বছর ধরে বাংলা সিনেমা হল না পাওয়ার জন্য সিনেমার সংখ্যা কমে গিয়েছে। বাংলা সিনেমার সংখ্যা বাড়াতে হবে। যাতে প্রাইমটাইমে সিনেমার শো দেওয়া যায়। বাংলা সিনেমাকে পিছিয়ে রাখানো হয়েছে। ব্যবসা করতে দেওয়া হয়নি।"  

দর্শকের গাফিলতি আছে বলেও তিনি জানান। তাঁর কথায়, "বাঙালি বিরাট টাকার টিকিট কেটে গিয়েছেন হলে হিন্দি ছবি দেখতে। কিন্তু, বাংলা ছবি দেখতে তাঁরা যাননি। বাংলা সিনেমা ফ্রিতে দেখব- এমনটাই ধারণা ছিল সকলের। বললেন আমরা চাই ভাল সব বাংলা সিনেমা আসুক। কলকাতা ছাড়িয়ে যত বাংলা জুড়ে, কনটেন্ট নিয়ে সিনেমা হোক। কারণ, সবাই দেখল ধুমকেতু বলে বলে ওয়ার ২ কে গোল দিল।"   

Bangla Pokkho tollywood news tollywood