Bangladesh: ধর্ষকদের পাশে আইনজীবীরা, 'বাড়িতে স্ত্রী-সন্তান নেই?' আইনের রক্ষকদের উপর চটে লাল অভিনেতা..

Bangladesh Actor-Ananta Jalil: তাঁকে নিয়ে হাসাহাসির শেষ নেই। কিন্তু, এবার তাঁকে দেখা গেল নানা বিষয়ে আলোচনা করতে। নারী নির্যাতনের সাপেক্ষে তিনি প্রশ্ন তুলেছেন আইন ব্যবস্থার বিরুদ্ধে।

Bangladesh Actor-Ananta Jalil: তাঁকে নিয়ে হাসাহাসির শেষ নেই। কিন্তু, এবার তাঁকে দেখা গেল নানা বিষয়ে আলোচনা করতে। নারী নির্যাতনের সাপেক্ষে তিনি প্রশ্ন তুলেছেন আইন ব্যবস্থার বিরুদ্ধে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ananta jalil-bangladesh actor

Bangladesh Actor: রেগে কাঁই অভিনেতা, কী বলছেন তিনি? Photograph: (file Photo)

Bangladesh Actor: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সাংঘাতিক। যে হারে মেয়েদের সঙ্গে নির্যাতন হচ্ছে, কিংবা তারা হেনস্থার শিকার হচ্ছেন, তাতে করে চমকে যেতে হয়। নিজের দেশে নিজেই সুরক্ষিত নয়, সেই দেশের মেয়েরা। কিন্তু, যারা মেয়েদের নির্যাতন করছেন, সেই ধর্ষকদের হয়েও লড়ছেন আইনজীবীরা। সেই নিয়েই এবার প্রশ্ন তুলেছেন বাংলদেশের আরেক তারকা।

Advertisment

এই তারকাকে নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা হয়ে থাকে। অন্তত জলিল নিজের কান্ডকীর্তির জন্য দারুন জনপ্রিয়। তাঁকে নিয়ে হাসাহাসির শেষ নেই। কিন্তু, এবার তাঁকে দেখা গেল নানা বিষয়ে আলোচনা করতে। নারী নির্যাতনের সাপেক্ষে তিনি প্রশ্ন তুলেছেন আইন ব্যবস্থার বিরুদ্ধে। যারা দোষী তাঁদের কী করে আইনজীবীরা বাঁচানোর চেষ্টা করেন? এই নিয়েই তিনি গতকাল সওয়াল করেছেন। তিনি এক সাংবাদিক বৈঠক করেই প্রশ্ন করেছেন। বিচার ব্যবস্থার কাছে তিনি বলছেন... 

"এই ধরনের সন্ত্রাসীরা, যাদের পেছনে দাঁড়িয়ে আইনজীবীরা বাঁচানোর চেষ্টা করছেন, বিচারকদের উদ্দেশ্যে বলছি আমরা, আপনারা রুখে দাঁড়ান। কীসের জন্য তাঁরা জামিন পাবেন? তাঁরা দেশের কী উপকার করেছে? কীসের লাভে এসেছে তারা? তাঁকে জামিন দিতে হবে কেন? একটা লোক যে এত বড় অন্যায় করছে, তাঁকে কিসের জন্য ছাড়তে হবে? কেন এত হালকা নেন সবকিছু আপনারা।" এখানেই তিনি থামলেন না। বরং, তিনি রাগের চোটে বললেন...

যার সঙ্গে এহেন অন্যায় হচ্ছে, তাঁর বাবা মা যেমন আইনের সাহায্য নিয়ে লড়ছেন, ঠিক তেমনই দেখা যাচ্ছে যে ধর্ষনের মত পাপ করেছে তাঁরাও বাঁচার জন্য, এসব করছে। তাঁরাও আইনের সাহায্য নিয়ে লড়ছে। একি! কেন এসব? তিনি এখানেই থামলেন না। উল্টে বললেন, "এই সব আইনজীবীদের মা বাবা নেই, বাড়িতে স্ত্রী নেই, মেয়ে নেই? আপনারা কেন এই অন্যায়কে সঙ্গ দেন? একজন ধর্ষককে বাঁচানোর জন্য তাঁর পেছনে আইনজীবীদের দাঁড়াতে হবে কেন? ভাত পাবেন না? কেন তাঁকে এভাবে বাঁচাতে হবে? আপনি তো জানেন সে কি করেছে। খালি টাকার জন্য এসব? এই টাকা না কামালে আপনারা আরও ভাল সংসার চালাবেন।" 

Advertisment

শিল্পীর কথায়, আইনজীবীদের এদের জন্য কোনও ভূমিকা থাকা উচিত না। উল্টে, তাঁদের উচিত সেনাবাহিনীর সাহায্যে তাঁদের কোর্টের হাতে তুলে দিয়ে ন্যায় চাওয়া। অভিনেতা এও বললেন, "এগুলো থেকে বিরত থাকেন। দেখবেন ছেলেমেয়েরা ভাল তৈরি হবে।"

Bangladeshi actress bangladeshi actor Bangladesh Bangladeshi Film Bangladeshi