Advertisment
Presenting Partner
Desktop GIF

Chanchal Chowdhury: 'কোনও অপমানই গায়ে লাগে না', প্রকাশ্যে তির্যক মন্তব্য চঞ্চলের

আঘাত পেয়েছেন শিল্পী? নাকি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Eid 2023, Chanchal Chowdhury, Chanchal Chowdhury Eid, Bangladesh Eid, চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরি, ইদ, ঈদ ২০২৩, ইদ ২০২৩, বাংলাদেশে ইদ, ঈদ পালন, টলিউডের খবর

চঞ্চল চৌধুরি

অভিনেতার শিল্পসত্বার সঙ্গে সঙ্গে আর কোন বিষয়ে সবথেকে বেশি নজর দেওয়া উচিত? অন্তত, চারপাশের পরিস্থিতি দেখে এটুকু বলা সম্ভব যে তাদের সকলের কথা গায়ে লাগালে ভীষণ মুশকিল। সমালোচনা তো হবেই তাই বলে কি..? অন্তত, সঠিক পথেই হাঁটছেন চঞ্চল চৌধুরী তাঁর বক্তব্যে পরিষ্কার।

Advertisment

বাংলাদেশের বিনোদন জগতেক দীর্ঘ অনেকবছর সমৃদ্ধ করেছেন। আর বর্তমানে, এই বাংলাতেও তাঁর জনপ্রিয়তা কিছু কম নয়। বরং, তিনি সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরেই মৃণাল সেনের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সম্প্রতি তাঁর কারেন্ট লুক বেশ চর্চায়। শুধু তাই না, ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করছেন বলে বেশ উত্তেজিতও। কিন্তু এরই মাঝে এমন কিছু বললেন যা শুনলে চমকে যেতে হয়।

কপালে ভাঁজ, চশমার আড়ালে বেশ গম্ভীর মুখে চঞ্চল বাস্তবের উল্লেখ করলেন। বয়স হচ্ছে, হিরো হলেও তিনি এখন মধ্যবয়সী চরিত্রে অভিনয় করতেই বেশি সাবলীল। তাই তো, একটি ছবি শেয়ার করে লিখলেন...কোনও অপমানই এখন আর গায়ে লাগে না। কারণ বয়স যেমন বেড়েছে তেমনি পাল্লা দিয়ে ধৈর্য্য পর্যন্ত বেড়েছে।

প্রসঙ্গত, অভিনেতার হাওয়া এই বাংলায় রিলিজ করার পরই তাঁর জনপ্রিয়তা আরও বেশি করে বোঝা গিয়েছিল। কারাগারও বেশ পছন্দ করেছেন অনুরাগীরা। সকলেই মুখিয়ে রয়েছেন মৃণাল সেনের ভূমিকায় তাঁকে দেখার জন্য। এই ছবিতেই তাঁর স্ত্রীর চরিত্রে অর্থাৎ গীতা সেনের ভূমিকায় রয়েছেন মনামী ঘোষ।

tollywood chanchal chowdhury bollywood Entertainment News
Advertisment