Musfiq r Farhan Health Updates: বেঁহুশ হয়ে যান হঠাৎ করে, বাংলাদেশের ফারহান ভর্তি হাসপাতালে, রটল মৃত্যুর খবর...

Farhan Health Update: হঠাৎ করেই বিপদ! অভিনেতা এবং Rj ফারহান অসুস্থ হতেই রটে যায় তিনি নাকি মারা পর্যন্ত গিয়েছেন। তবে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর..

Farhan Health Update: হঠাৎ করেই বিপদ! অভিনেতা এবং Rj ফারহান অসুস্থ হতেই রটে যায় তিনি নাকি মারা পর্যন্ত গিয়েছেন। তবে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর..

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Musfiq r farhan health news news

হঠাৎ কী হয়ে গেল তাঁর সঙ্গে? Photograph: (Instagram)

Farhan Health Update: বাংলাদেশের অন্দর হতে খবর আসছে, অভিনেতা ফারহান নাকি অসুস্থ। জনপ্রিয় এবং চর্চিত নায়ক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার রাত ৯ টার দিকে তার হঠাৎ করেই শারীরিক অবনতি হতে শুরু করে। ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল শুটিংয়ের খাতিরে। কিন্তু তারপরেই আচমকা বিপদ।

Advertisment

সেদিন রাতেই তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবং সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতাকে HDU - তে রাখা হয়েছিল। অতিরিক্ত প্রেসার ফল করছিল তাঁর। আচমকা এমন হওয়াতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর কাছের মানুষরা। এখন কেমন আছেন অভিনেতা?

অভিনেতা এবং Rj ফারহান ( Musfiq R Farhan ) অসুস্থ হতেই রটে যায় তিনি নাকি মারা পর্যন্ত গিয়েছেন। তবে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, তিনি এখন আগের থেকে ভাল আছেন। যদিও বা HDU তেই রয়েছেন। অভিনেতাকে ( Bangladesh Actor ) এখনও রাখা হয়েছে তদারকিতে। অভিনেতা আরেকটু সুস্থ হলেই তাকে কেবিনের স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে।

Advertisment

যদিও বা পরিচালক তৌফিকুল সূত্রে খবর, তাঁর প্রেসার এখনও কমছে না। এখনো স্টেবল নয়। প্রেসার কোনভাবেই কন্ট্রোলে আসছে না। কিন্তু এখন তিনি শঙ্কামুক্ত। কথা বলছেন এবং খেয়েওছেন অভিনেতা। অভিনেতার আরেকজন বন্ধু মারফত জানা গিয়েছে, তিনি নাকি বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ ছিলেন। বাড়িতে কথা বলছিলেন তিনি। যতদূর জানা যাচ্ছে চিনি নাকি বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বেহুশ হয়ে যান। চিকিৎসকদের ধারণা তার শরীরে তাপমাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য কিছু বছর আগে, অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল ঘোলা হয়। এমনকি, এও জানা যায়, ফারহানের কারণেই নাকি তিশা জীবনে এক ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলেন। যদিও তারা নিজেদের মধ্যে সম্পর্ক কোনোদিনও প্রকাশ করেননি। কিন্তু অভিনেতা হিসেবে ফারহান বেজায় জনপ্রিয়। তাঁর সব নাটক চর্চায় থাকে।

Bangladeshi bangladeshi actor Bangladesh