scorecardresearch

আশীর্বাদের পরেও টিকল না সম্পর্ক, প্রেমে ইতি টানলেন অভিনেত্রী নুসরত ফারিয়া!

বিচ্ছেদ প্রসঙ্গে কী বলছেন বাংলাদেশের অভিনেত্রী?

nusrat faria, nusrat faria break up, nusrat faria tollywood, nusrat faria bangladesh, nusrat faria broke up, dhaka heroine nusrat faria
নুসরত ফারিয়ার বিচ্ছেদ!

নতুন বছরের মাত্র তিনমাস, তাঁর মধ্যেই ভাঙন নুসরত ফারিয়ার সম্পর্কে! বিচ্ছেদের কথা নিজেই জানালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন তিনি।

দুই বাংলাতেই সমান জনপ্রিয় তিনি। অঙ্কুশ হাজরা থেকে জিৎ – টলিপাড়ায় অনেকের সঙ্গেই অভিনয় করেছেন। সেই কারণে বাংলাদেশের নানা অভিনেতা অভিনেত্রীর কাছে ট্রোলের শিকারও হয়েছেন। তবে এবার নিজে মুখেই সম্পর্কের ভাঙ্গনের কথা জানিয়েছেন তিনি। এতবছরের সম্পর্ক, ওঠাপড়া সঙ্গে ফিল্মি কেরিয়ার। হাজারো ভাবনা চিন্তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই দাবি করেছেন ফারিয়া। লিখলেন…

“আমার সকল বন্ধু এবং অনুরাগীদের উদ্দেশ্যে, তিন বছর আগে এইদিনে আমরা আমাদের এনগেজমেন্টের ঘোষণা করেছিলাম। কিন্তু অনেক সমস্যা এবং ভাবনা চিন্তার পর আমি এবং রনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাস্তা এখন আলাদা। সম্পর্কের নয়বছর পর, আমরা পার্টনার হিসেবে বিচ্ছেদ ঘোষণা করছি। বন্ধু হিসেবে আমরা দারুণ, দুজনের মধ্যে অনেক মিল রয়েছে। সেটা সারাজীবন একই থাকবে। আমি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন এবং এই কঠিন সময়ে আমায় আশীর্বাদ করবেন”।

দীর্ঘদিনের সম্পর্কে বিচ্ছেদ, মানসিক ভাবেও যথেষ্ট ভেঙে পড়েছেন ফারিয়া। কিছু সময় একা থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। অনুরোধ করেছেন যেন, এখনই নানান প্রশ্নের সম্মুখীন তাঁকে না হতে হয়। এদিকে, বাংলাদেশের অনুরাগীদের মধ্যে হইহই। কেউ জানতে চাইলেন, আপনারা তো একসঙ্গে থাকতেন? আবার কেউ বললেন, আপনারা বিয়ে করেন নি কেন এতদিন? যদিও কেউ কেউ এও জানতেন না যে এনগেজমেন্ট আদৌ হয়েছিল কিনা!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bangladesh actress nusrat faria broke up with her boyfriend