Actress Health: হাত ভর্তি ওষুধ, গুরুতর অসুস্থ অভিনেত্রী, ঠিক করে কথা বলার ক্ষমতাও নেই?

Pori Moni health: শরীর এতটাই খারাপ, যে কারওর সঙ্গে কথা বলার ক্ষমতা নেই তাঁর। সমাজ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী নিজের নিত্যদিনের আপডেট দিতে থাকেন। কাজের সঙ্গে সঙ্গে তাঁকে ব্যক্তিগত জীবন এবং নানা প্রসঙ্গেই মতামত রাখতে দেখা যায়।

Pori Moni health: শরীর এতটাই খারাপ, যে কারওর সঙ্গে কথা বলার ক্ষমতা নেই তাঁর। সমাজ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী নিজের নিত্যদিনের আপডেট দিতে থাকেন। কাজের সঙ্গে সঙ্গে তাঁকে ব্যক্তিগত জীবন এবং নানা প্রসঙ্গেই মতামত রাখতে দেখা যায়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pori moni health updates

Pori Moni: অসুস্থ পরী? কী হয়েছে তাঁর? Photograph: (ফেসবুক )

 ব্যবসা ও সিনেমার কাজ সব নিজে হাতে সামলাচ্ছেন। কিন্তু, নিজের দিকটা একেবারেই চোখে পড়ছে না তাঁর? একটু তো নিজেকে নিয়ে ভাববেন? সন্তানদের নিয়ে সবসময় ব্যস্ত থাকেন তিনি। কিন্তু এবার একটু হলেও অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। শরীর ঠিক নেই, তাই তো বাধ্য হয়েই সকলকে জানিয়েছেন সেই প্রসঙ্গে।

Advertisment

শরীর এতটাই খারাপ, যে কারওর সঙ্গে কথা বলার ক্ষমতা নেই তাঁর। সমাজ মাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী নিজের নিত্যদিনের আপডেট দিতে থাকেন। কাজের সঙ্গে সঙ্গে তাঁকে ব্যক্তিগত জীবন এবং নানা প্রসঙ্গেই মতামত রাখতে দেখা যায়। তাই যখন শরীর খারাপ হল, সেকথা ভক্তদের উদ্দেশ্যে জানাবেন না, এটা নিশ্চই হয় না। প্রসঙ্গে বাংলাদেশের অভিনেত্রী পরীমণি। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। এবার অসুস্থ হওয়ার খবর নিজেই দিয়েছেন নায়িকা।

সমাজ মাধ্যমে নানা ছবি তিনি আপলোড করেন, কিন্তু এবার হাত ভর্তি শুধু ওষুধ। সেই ছবি শেয়ার করেই তিনি জানিয়েছেন নিজের অসুস্থতার কথা। যদিও এর আগে বহুবার ভয়ঙ্কর সব পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। দাম্পত্যে কলহের কারণে তাঁকে অনেকবার হাসপাতালে চিকিৎসাধীন হতে হয়েছিল। তবে, এবার কী হয়েছে তাঁর? হাত ভর্তি ওষুধই বা কেন তাঁর? তিনি লিখছেন...

"জ্বর + গলা ভাঙছে। কথা বলতেছি হাত, মাথা নেড়ে নেড়ে। কেউ তেমন একটা না বুঝলেও আমার পোলায় খুব বুঝতেছে।" সঙ্গে সঙ্গে তিনি অনুরোধ করেন কেউ যেন তাঁকে ফোন না করেন। কারণ, কথা বলতে বেশ কষ্ট হচ্ছে তাঁর। যদিও তাঁর একরত্তি ছেলে যে মায়ের কষ্ট বুঝতে পেরেছে, সেকথাও সাফ জানিয়েছেন তিনি। এদিকে, তাঁর ভক্তরা বেশ উদগ্রীব এই ঘটনায়। তাঁর সুস্থতা কামনা করেছেন বেশিরভাগ।

Advertisment

উল্লেখ্য, দুই সন্তানকে নিয়ে তিনি সুখের সংসার জানিয়েছেন। কানাঘুষো শোনা যাচ্ছে তিনি নাকি বাংলদেশের এক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যদিও বা, তিনি নিজে মুখে একথা জানান নি। কাজ এবং সন্তানদের নিয়েই এখন তাঁর ব্যস্ততা।

Bangladeshi actress Actress Pori Moni Bangladesh Pori Moni