Pori Moni: গৃহকর্মীকে মারধরের অভিযোগ! রেগে আগুন পরীমণি, 'প্রাইভেসির আর কিছুই রইল না..'

Pori Moni Incident: অভিনেত্রীকে বলতে শোনা গেল, "বিকেলের পর থেকে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। আমি হ্যারাজ হয়েছি। আমি নাকি আমার গৃহকর্মীকে থাপ্পড় মেরেছি।"

Pori Moni Incident: অভিনেত্রীকে বলতে শোনা গেল, "বিকেলের পর থেকে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। আমি হ্যারাজ হয়েছি। আমি নাকি আমার গৃহকর্মীকে থাপ্পড় মেরেছি।"

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
pori moni, pori moni bangladesh, pori moni actress accused beating, পরীমণি, বাংলাদেশ, পরীমনির বিরুদ্ধে মারধোরের অভিযোগ...

Pori Moni Updates: পরীমণির ওপর অভিযোগ, রেগে কাঁই অভিনেত্রী... Photograph: (Instagram)

Pori Moni Accused: অভিনেত্রী পরীমণির জীবনে নানা বিতর্ক লেগেই রয়েছে। কখনও তাঁর বৈবাহিক সম্পর্কে গন্ডগোল হয়, তো আবার কখনও তাঁর ব্যক্তিগত জীবনেই নানা কান্ডকীর্তির বহর দেখা যায়। গতকাল ঠিক সেরকমই এক ঘটনা ঘটেছে। পরীমণির সন্তানের খেয়াল রাখেন যিনি, তাঁকেই মারধরের অভিযোগ উঠেছিল। সেই ব্যক্তি, বাংলাদেশে থানায় অভিনেত্রীর নামে জিডিও করেন।

Advertisment

জানা যাচ্ছিল, যে পরীমণির সন্তানদের খাওয়ানোর প্রসঙ্গেই এই ঘটনা ঘটে। এবং তাঁর সন্তান এর কারণেই নাকি অভিনেত্রী পিঙ্কি আখতার নামক সেই হাউস হেল্প ব্যক্তিকে মারধোর করেন। এবং ভাতারা থানার অফিসার জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। আর এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজে। আদৌ কি তাঁর ওপরে লাগা অভিযোগ সত্যি? তিনি সমাজ মাধ্যমে একটি ভিডিও বানিয়েই যা যা বললেন...

অভিনেত্রীকে বলতে শোনা গেল, "বিকেলের পর থেকে আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। আমি হ্যারাজ হয়েছি। আমি নাকি আমার গৃহকর্মীকে থাপ্পড় মেরেছি। উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছি। আমার জীবনের আর কোনও প্রাইভেসি থাকল না। আপনারা, আমার জীবন দেখলেই বুঝবেন, আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে থাকি না। আমি আমার স্টাফদের নিয়েই থাকি। ওরা আমার পরিবার। ওদের আলাদা করে আমি কোনোদিন দেখিনি। যেকোনো অনুষ্ঠানে আমি ওদের সঙ্গে রেখেছি। সেখানে একজন আমার গৃহকর্মী, যার একমাস ও হয়নি আমার সঙ্গে কাজ করছেন, তিনি নিজেকে সেটা বলে দাবি করতেই পারেন। কিন্তু আমি বলব না।"

আরও পড়ুন  -  Indranil Sengupta-Barkha: 'বিয়েটাই নেগেটিভ ছিল..', পরকীয়ার অভিযোগ ইন্দ্রনীলের বিরুদ্ধে, বিচ্ছেদ হতেই হাঁফ ছেড়ে বাঁচলেন?

Advertisment

অভিনেত্রী জানান তিনি ফলাও করে কোনো মন্তব্য করেননি। অনেককিছু নিয়েই তিনি মুখ বুজে রয়েছেন। তাঁর সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন। এরপরই তিনি প্রমাণ দেওয়ার কথা বলেন। তাঁকে বলতে শোনা যায়, "ওই মেয়ে কেন আমার সঙ্গে এমন করল আমি জানি না। ও আমার চোখের দিকে তাকিয়ে কি বলবে? আমার হাতে অনেক প্রমান আছে। আমি যদি সব প্রমাণ দিয়ে দি, তাহলে আইন কী করবে? আইনের প্রতি আমি আস্থাশীল। কাউকে এত ভালবাসার ফল যদি এটাই হয়, তাহলে এমনভাবে কেউ ভাল না বাসুক।"

এসবের জন্য প্রস্তুত ছিলেন না তিনি। কথা বলতে গিয়েই গলা ধরে এল তাঁর। কোনরকমে চোখের জল আটকেই তিনি এহেন কথা বললেন। যদিও বা মিডিয়ার ওপর রেগে তিনি আগুন। তাঁদেরকে নানা বিশেষণে বিধেছেন। এবং, কী করে একতরফা সবটা হল, এই নিয়ে রেগে আগুন অভিনেত্রী।

Bangladesh Actress Pori Moni Pori Moni