Advertisment

RG Kar-Bangladesh: জ্বলছে বাংলাদেশে, কিন্তু মন পড়ে কলকাতায়, আর জি কর কাণ্ডে প্রতিবাদে মুখর অপূর্ব-জোভানরা

Bangladesh Celeb's on RG kar case: নিজের দেশের পাশাপাশি এখানে হয়ে যাওয়া নারকীয় ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ওপার বাংলার অনেক তারকা। অপূর্ব থেকে জোভান, নারী অত্যাচারের বিরুদ্ধে তাঁরা আওয়াজ তুলেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bangladesh celebrity like ziaul faruq apurva and Farhan Ahmed Jovan protested against RG kar incident

ওপার বাংলা থেকেও এল বার্তা...

বাংলাদেশের পরিস্থিতি মোটেই ভাল না। শেখ হাসিনা পদত্যাগের পাশাপাশি দেশজুড়ে নানা টাল মাটাল লেগেই রয়েছে। কিন্তু, আসল বিষয় এখানেই যে এপার বাংলায় যখন মেয়েরা লড়াই করছে, তখন বাংলাদেশ থেকেও এল পাশে থাকার বার্তা।

Advertisment

আন্দোলন কাকে বলে, ওপার বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন। কিন্তু, তাঁর পাশাপাশি দেশের মানুষের কিছু কিছু আচরণে, তারা ধিক্কার জানিয়েছেন। কিন্তু, নিজের দেশের পাশাপাশি এখানে হয়ে যাওয়া নারকীয় ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ওপার বাংলার অনেক তারকা। অপূর্ব থেকে জোভান, নারী অত্যাচারের বিরুদ্ধে তাঁরা আওয়াজ তুলেছেন।

জোভান একাধিক পোস্টার শেয়ার করেছেন। তবে, শেষ পোস্টার যেটি তিনি শেয়ার করেছেন তাতে লেখা, "আপনি যদি আপনার মেয়েকে খারাপ স্পর্শ সম্পর্কে শেখান, তাহলে আপনার ছেলেকেও শেখান যে এটা খারাপ"। অন্যদিকে, অপূর্ব নিজেও আওয়াজ তুলেছেন এই ক্ষেত্রে। তিনি বলছেন...

<br />
RG kar latest news, RG kar news, RG kar victim name, RG kar upadates, mamata banerjee news, mamata banerjee rally, mamata banerjee facebook, bangladesh celebrity, ziaul faruq apurva, farhan ahmd jovan, rape case in bangladesh, rape case in kolkata

"সমস্ত রকমের শ্লীলতাহানির বিরুদ্ধে রুখে দাঁড়ালাম। নারীদের সঙ্গে যে অত্যাচার হচ্ছে, সেটা কিন্তু সাংঘাতিক মাত্রা নিয়েছে। আর কোনও এক্সকিউজ নেই। একদম থামিয়ে দিন। এসব বন্ধ করুন।" তাঁদের পাশাপাশি কেয়া পায়েল, তানজিম তটিনী অনেকেই পাশে দাঁড়িয়েছেন। এমনকি আজমেরী হক বাঁধন থেকে, পরিচালক ফারুকি সকলেই আওয়াজ তুলেছেন নারী নিরাপত্তা প্রসঙ্গে।

উল্লেখ্য, ১৪ই আগষ্ট রাতে অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের বুকে যে ঘটনা ঘটে গিয়েছে তাতে বাহবা জানিয়েছেন অনেকেই। মেয়েদের রাত দখলে পুরুষরাও সামিল হয়েছিলেন। লাগাতার তারা আন্দোলনে রত। শহর থেকে গ্রাম, সর্বত্র তাঁরা নারী নিরাপত্তা প্রসঙ্গে সরব। এমনকি, তাতে কাঁধে কাঁধ মিলিয়েছে বাংলাদেশও।

Entertainment News
Advertisment