Bangladesh Protests: ঠিক যেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেল বাংলাদেশ। উচ্ছ্বাস, আনন্দ ঘিরে ধরেছে কোটি কোটি জনতাকে। রাস্তায় নেমে বিজয় উৎসবে মেতেছেন তাঁরা। গণভবনের ভেতর থেকে ভাইরাল হয়েছে ভিডিও।
Bangladesh Protests: ঠিক যেন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেল বাংলাদেশ। উচ্ছ্বাস, আনন্দ ঘিরে ধরেছে কোটি কোটি জনতাকে। রাস্তায় নেমে বিজয় উৎসবে মেতেছেন তাঁরা। গণভবনের ভেতর থেকে ভাইরাল হয়েছে ভিডিও।
Advertisment
শেখ হাসিনা সোমবার দুপুর আড়াইটা নাগাদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। তার পর নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়ে পালান বোন শেখ রেহানাকে নিয়ে। বিকেলে ভারতে পৌঁছন। সূত্রের খবর, এখান থেকে তাঁর যাওয়ার কথা, বেলারুশ কিংবা লন্ডনে। বাংলাদেশে বিজয় দিবসের এক বিরাট উন্মাদনা দেখা গেল এদিন। একের পর এক তারকা আজকের এই বিশেষ দিন নিয়ে পোস্ট করছেন। সেখানে বাদ গেলেন না আফরান নিশো।
অভিনেতা, এর আগেও এই লড়াই বন্ধের আর্জি জানিয়েছিলেন। কেন একটা ছেলে গুলি খেয়ে মারা গেল? আফরান নিশো সমাজ মাধ্যমের পাতায় লিখলেন… "দেশ যখন সংলাপে বসার জন্য গণভবনের উদ্দেশ্যে রওনা হল, সংলাপ না করেই উনি আকাশে উড়াল দিল।" একদম পরিষ্কার, তিনি কী উদ্দেশ্যে এবং কেন, এইকথা বললেন। আফরান নিশো যে উল্লেখ করলেন শেখ হাসিনাকেই, সেটি আর বলার অপেক্ষা রাখে না।
ঠিক তাঁর পরের পোস্টে তিনি লিখলেন…"না বাপেরটা রাখল, না দেশের সন্তানেরটা, না সন্তান হারাদেরটা, পালিয়ে গেল কেন?"
শুধু নিশো একা না। নুসরত ইমরোজ তিশা, যিনি বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে মুজিব ছবিতে অভিনয় করেছেন, তিনিও স্বাধীন দেশ নিয়ে গর্বিত। অভিনেত্রী লিখছেন… "স্বাধীন দেশে স্বাগতম! আলহামদুল্লাহ!"
শেষ কিছুদিন যে উত্তপ্ত বাংলাদেশ দেখেছে বিশ্ব, তাঁর যেন এক নতুন সূর্যোদয়ের সাক্ষী থাকলেন সকলে।