/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/noble.jpg)
গ্রেফতার নোবেল...
বাংলাদেশের সংস্কৃতি বিভাগ থেকে উঠে আসছে সব সাংঘাতিক খবর! ভারতের বুকে বিখ্যাত হয়েছিলেন এই শিল্পী। প্রসঙ্গে নোবেল। মইনুল আহাসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। বাংলাদেশের সংবাদমাধ্যম, প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।
নোবেলকে নিয়ে এর আগেও বহু ঘটনা ঘটেছে। তার বিয়ে এবং মদ্যপ অবস্থায় কনসার্ট, কিংবা আরো নানা কারণে বহুবার তিনি শিরোনামে এসেছেন। এই নোবেলকেই এবার গ্রেফতার করা হয়েছে, অপহরণ এবং ধর্ষণ মামলায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমে বলেন, গতকাল জাতীয় জরুরি পরিষেবা নম্বর থেকে ফোন পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় নোবেলের বাড়ি থেকেই এক নারীকে উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই মহিলা রাতেই থানায় মামলা করেন শিল্পীর অভিযোগে। এবং তারপর, রাত দুটো নাগাদ নোবেলকে স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নোবেল ভারতের, সারেগামাপা তে অংশ নিয়েছিলেন। সেখানে রক গান থেকে দেশাত্মবোধক গান গেয়ে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই শো তিনি জিততে পারেননি। এবং জানা যায় এই শোয়ের প্রতি তিনি ক্ষোভ উগরে দেন। কিন্তু সারেগামাপা থেকে বেরিয়ে আসার পর, বিতর্ক তার পিছু ছাড়েনি। কখনো মাদক কাণ্ডে নাম জড়িয়েছে।।আবার কখনও, ভয়ংকর আচরণের কারণে তার নাম জড়িয়েছে। কখনো আবার তার বৈবাহিক জীবন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সবমিলিয়ে সব সময় আলোচনায় থেকেছেন তিনি।
গত বছর, মাদক নিরময় কেন্দ্র থেকে তিনি বেরিয়ে আসেন। নোবেলকে একদম অন্যরকম লাগছিল। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে, দেখা করার কথা বলে ডেকে আনে নোবেল। এমনকি তাকে বিয়ে করার প্রলোভনও দেখান। এর পরবর্তীতে ৭ মাস এই নারীকে তার বাড়িতে আটকে রাখেন। এবং সেই সময় সেই ছাত্রীকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেন তিনি। তাকে ধর্ষণও করেন বলে অভিযোগ। সেই সমস্ত ঘটনা নিজের মুঠোফোনে রেকর্ড করে মেয়েটিকে হেনস্থা করেছেন বলে পুলিশ মারফত খবর। কিছুদিন আগেই নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় সিঁড়ি দিয়ে এক নারীকে তিনি হির হির করে টেনে নামাচ্ছেন। সেই ভিডিওর মেয়েটি, ভুক্তভোগী বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।
নোবেল পালানোর চেষ্টা করেন গতকাল রাতে। দেশের সীমান্ত দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে ধর্ষণ এবং নারী নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ব্ল্যাকমেইল করার অভিযোগে, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন ও মামলা হয়েছে।