Advertisment
Presenting Partner
Desktop GIF

পদ্মাপারের 'সোনু সুদ', বন্যাদুর্গতদের জন্য কোটি টাকা তুললেন গায়ক তাশরিফ

গায়কের মানবিক উদ্যোগে ধন্য ধন্য করছেন দুর্গতরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Bangladesh singer Tasrif Khan, Tasrif Khan, Bangladesh flood, Bangladesh flood areas, তাশরিফ খান, বাংলাদেশের বন্যা, প্লাবিত বাংলাদেশ, বন্যা কবলিত বাংলাদেশ, গায়ক তাশরিফ খান, কুড়েঘর ব্যান্ডের তাশরিফ খান, bengali news today বাংলাদেশ বন্যা খবর

বাংলাদেশের বন্যা কবলিত এলাকার দুঃস্থদের পাশে গায়ক তাশরিফ খান

প্রবল বর্ষণ। প্লাবিত বাংলাদেশের (Bangladesh Flood) উপকূল এলাকার সিংহভাগ। মাথার ওপর ছাদ নেই। খাবার নেই। শুধু জল আর জল! ৪০ হাজার মানুষের হাহাকার। সেই দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতেই এগিয়ে এলেন বছর সাতাশের এক যুবক। তাশরিফ খান (Tasrif Khan)। পেশায় গায়কও বটে! ওপার বাংলায় তাঁর পরিচিতি নেহাত কম নয়। আর সেই তাশরিফ-ই এখন বন্যাবিধ্বস্ত বাংলাদেশের কাছে ঈশ্বরের দূত হয়ে উঠেছেন।

Advertisment

'কুড়েঘর' ব্যান্ডের তাশরিফ অবশ্য পদ্মাপারের পাশাপাশি এই বাংলার যুবপ্রজন্মের মধ্যেও কম জনপ্রিয় নন। তাঁর বহু গান সমাজের প্রচলিত চিন্তাধারণাকে বিঁধেছে। গানের মাধ্যমেই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তাশরিফ। আর সেই গায়ক-ই এখন বন্যা কবলিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌঁছে যাচ্ছেন ত্রাণ নিয়ে।

publive-image

দুঃস্থ মানুষগুলির হাহাকার তাঁকে নাড়িয়ে দিয়েছে। সেই মানুষগুলোর মুখ চেয়েই সম্প্রতি এক ফেসবুক লাইভে আর্জি জানিয়েছিলেন আর্থিক অনুদানের জন্য। পাশেও পেয়েছেন বহু মানুষকে। তাশরিফের ডাকে সাড়া দিয়ে বন্যাদুর্গতদের উদ্দেশে অনেকেই টাকা দিয়েছেন। ক্রাউড ফান্ডিং করে যা টাকা উঠেছে। সেটাও অবিশ্বাস্য!

<আরও পড়ুন: ‘এসব করে তৃণমূলে টানা যাবে না!’ পুলিশের বিজ্ঞাপনে নিজের মুখ দেখে ‘রেগে-লাল’ রুদ্রনীল>

বাংলাদেশেরই এক সংবাদমাধ্যমকে তাশরিফ জানান, প্রথমে ১৬ লক্ষ টাকা। পরে মোট ১ কোটি ১০ লক্ষ টাকার মতো উঠেছে। যার সবটাই ত্রাণের কাজে লাগিয়েছেন। অত্যাবশকীয় জিনিসপত্র কিনে নৌকা করে পৌঁছে গিয়েছেন প্লাবিত অঞ্চলগুলিতে। প্রায় ১০ হাজার পরিবারের কাছে তুলে দিয়েছেন ত্রাণ। অনেকেই তাঁকে এখন পদ্মাপারের 'সোনু সুদ'-এর আখ্যা দিয়েছেন।

চাল-ডাল, শুকনো খাবার, ত্রিপল, জামাকাপড় দিয়ে দুঃস্থ মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তাশরিফ খান। গায়কের এমন মানবিক উদ্যোগের তারিফ করেছেন পদ্মাপারের তারকারাও। যাঁরা আর্থিক অনুদান দিয়ে সাহায্য করেছেন, তাঁদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন 'কুড়েঘর' ব্যান্ডের গায়ক তাশরিফ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Entertainment News Dhaka Flood Situation
Advertisment