Ziaul Faruq Apurba: আজ এই বাংলায় রিলিজ করেছে বেশ কয়েকটি ছবি। তাঁর মধ্যে দেখা যাচ্ছে সবথেকে বেশি চর্চা সন্তান এবং খাদানকে নিয়ে। একেই দেবের ছবি বিরাট ইতিহাস সৃষ্টি করেছে। কারণ, রাত আড়াইটা নাগাদ রানীগঞ্জের শোয়ে যে আলোড়ন সৃষ্টি করেছিল দেবের ছবি, সেটি নিদারুণ।
কিন্তু, এখানেই শেষ না। এই বাংলায় রিলিজ করেছে আরেকটি ছবি চালচিত্র। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের তারকা অপূর্ব একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। গতবছর থেকে এই ছবি নিয়ে উন্মাদনা ছিল, কারণ অভিনেতার এক বিরাট ভক্ত মন্ডলী রয়েছে এই বাংলায়। কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে দুই বাংলার তারকাদের নানা ক্ষেত্রেই একটু চুপ থাকতে হচ্ছে। তাঁদেরকে নিজেদের মন্তব্যের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করতে হচ্ছে।
কিন্তু, অপূর্ব চালচিত্র নিয়ে সমাজ মাধ্যমে নানা পোস্ট করছেন। কিন্তু তারপরেও আজ রিলিজের দিন তিনি আসতে পারেননি শহর কলকাতায়। তাহলে কি বিদ্বেষ এবং বিবাদ? না! একেবারেই না। কানাঘুষো খবর, তিনি নাকি ভারতে আসার ভিসা পর্যন্ত পেয়েছিলেন। তাও তাঁর আর আসা হল না। অভিনেতা সমাজ মাধ্যমে নানা কিছু লিখছেন। আর এবার জানা গিয়েছে তাঁর অনুপস্থিতির আসল কারণ।
আসলে, কিছুদিন আগে অপূর্ব শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন। যদিও তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এও জানানো হয়েছিল চোট লেগেছে মাত্র। তিনি এখন ভাল আছেন। তারপর তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু, এখনও বিশ্রামে আছেন। নিজের যত্ন নিচ্ছেন। অভিনেতা সেই কারণেই আসতে পারেননি বলে খবর। শুধু, তাই না। তাঁর সঙ্গে সঙ্গে তাসনিয়া ফারিনও আঘাত পান। তিনিও ভাল আছেন বলে খবর।