বাঘ এখন কেঁচো, ছেঁড়া-ফাটা প্যান্টে বিশ্বকাপের ময়দানে জায়েদ-ই দেশের ভরসা?

টাইগারদের গর্ত থেকে বের করতে জায়েদ-ই মাঠে নামবেন এবার?

টাইগারদের গর্ত থেকে বের করতে জায়েদ-ই মাঠে নামবেন এবার?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জায়েদ খান, জায়েদ খান-সায়ন্তিকা, zayed khan bangladesh, bangladeshi star zayed khan, zayed khan controversy, icc world cup, icc cricket world cup, update, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

জায়েদ খান

গোটা বিশ্বজুড়ে উন্মাদনা। বিশ্বকাপ ক্রিকেট জ্বর। সাধারণ মানুষ থেকে ক্রিকেট প্রেমীরা সকলেই বুঁদ। ভারতের নানা স্থানে খেলা হচ্ছে। তবে, টাইগারদের অবস্থা খুবই সঙ্কটজনক!  বাংলাদেশ ক্রিকেট দল কবে বাড়ি ফিরছেন সেই দিন গুনছেন তাঁদের দেশের বেশিরভাগ।

Advertisment

ভারতের সঙ্গে হার, ঠিক তাঁর পরপর সাউথ আফ্রিকার সঙ্গে ১৪৯ রানের ব্যবধানে হেরেছে তাঁরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ক্রিকেট প্রেমীদের হতাশা। টাইগারদের খেলা নয়, বরং ছেলেখেলা দেখে দেখে ক্লান্ত বেশিরভাগ। রীতিমতো খিল্লি, ট্রোলে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। আর এই একই দৃশ্য, হারের পর হার দেখে মোটেই ভাল লাগছে না বাংলাদেশের হিরো জায়েদ খানের।

দেশের অবস্থা ক্রিকেট বিশ্বকাপে তলানিতে গিয়ে ঠেকেছে। জায়েদ খানের সহ্য হচ্ছে না এসব। তাই তো, তিনি এবার নিজেই হাল ধরার কথা ভাবলেন। দেশীয় জার্সি, ফাটা ছেঁড়া জিন্স! পায়ে স্নিকার.. জায়েদ খান যা বললেন...

Advertisment

আরও পড়ুন - কাছের মানুষ সঙ্গ ছেড়েছে, হাসপাতালই এখন বাড়ি, জন্মদিনে মন ভাল নেই পরীমণির?

অভিনেতা নিজের ছবি শেয়ার করে লিখলেন, এবার আমারই মাঠে যেতে হবে। তিনি প্রকাশ্যে জানালেন ক্রিকেট তিনি ভাল খেলেন খেলোয়াড়দের থেকে। তাঁর এই ছবি আর ক্যাপশন দেখে রীতিমতো মজা নিয়েছেন সকলে। একজন তারকা এহেন কথা বলতে পারেন যেন ভাবতেও পারেন না তাঁরা। আবার, তিনি জায়েদ খান। সবই সম্ভব তাকে দিয়ে।

কেউ বললেন, আপনি অবশ্যই ভাল খেলেন। আবার কেউ বললেন, প্যান্ট বদলে যাবেন। আবার কেউ বললেন, আপনি ছাড়া সেমিতে ওঠার সম্ভাবনা নেই। বড়ভাই জায়েদ খানের ওপর আস্থা রাখতে দ্বিধা নেই তাঁদের। আদৌ কখন তিনি মাঠে যান, সেটাই দেখার।

tollywood ICC Cricket World Cup Entertainment News