Advertisment
Presenting Partner
Desktop GIF

Tahsan Khan: বিয়ে করছেন মিথিলার প্রাক্তন বাংলাদেশের তাহসান? পাত্রীটি কে?

Tahsan Khan marriage: তিনি তাঁর গান এবং অভিনয়ের মাধ্যমে বেজায় জনপ্রিয়। দুই বাংলাতেই তাঁর গুণগ্রাহীর অন্ত নেই। তিনি নাকি বিয়ে করছেন। শনিবার সন্ধ্যা থেকেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tahsan khan getting married

তাহসান খান বিয়ে করছেন? Photograph: (ফাইল চিত্র )

সকাল হতেই বাংলাদেশ এবং বিনোদন জগতে মুচমুচে খবর। ওপার বাংলার এক জনপ্রিয় শিল্পী নাকি বিয়ে করছেন? সমাজ মাধ্যমে ঠিক সেরকম ছবি ঘুরছে। পরনে হলুদ রঙের পাঞ্জাবি, এবং সেই তারকা কিন্তু প্রচুর মানুষের কাছে। কাছের মানুষটিকে বাহুডোরে নিয়ে ছবি তুলেছেন তিনি।

Advertisment

প্রসঙ্গে অভিনেতা এবং গায়ক তাহসান খান। তিনি তাঁর গান এবং অভিনয়ের মাধ্যমে বেজায় জনপ্রিয়। দুই বাংলাতেই তাঁর গুণগ্রাহীর অন্ত নেই। তিনি নাকি বিয়ে করছেন। শনিবার সন্ধ্যা থেকেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ছবি। এবং শোনা যাচ্ছে, অভিনেতার গায়ে হলুদ থেকে ছবি ভাইরাল হয়েছে। যাকে বিয়ে করেছেন তাহসান তাঁর নাম রোজা। পুরো নাম, রোজা আহমেদ। কী করে পরিচয় হল তাঁদের?

বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, তাহসান নাকি বিষয়টা অস্বীকার করেছেন যে বিয়ে হয়ে গিয়েছে। সবে গায়ে হলুদ হয়েছে। কিন্তু গোপন সূত্র বলছে, তিনি নাকি এরমধ্যেই বিয়ে সেরে ফেলেছেন। যদিও বা অভিনেতার বিয়ের ছবি প্রকাশ হতেই, ভক্তরা যথেষ্ট অবাক হয়েছেন। হঠাৎ করেই কেন বিয়ে করে ফেললেন তিনি, এই নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু, কে এই রোজা?

Advertisment

জানা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের খুব জনপ্রিয় মানুষ রোজা। নিউ ইয়র্কে তাঁর নিজের প্রতিষ্ঠা করা একটি ব্রাইডাল স্যালন রয়েছে। সেখানে প্রায়, ১০ বছর ধরে তিনি কাজ করছেন। এবং তিনি সেখানের একজন ইনফ্লুয়েনসারও বটে। ফলে, সে যে ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয় একথা বলা যায়। যারা, তাহসানের ভক্ত, তাঁরা জানেন যে একসময় অভিনেত্রী মিথিলার সঙ্গে প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। যদিও সেই বিয়ে টেকেনি। ২০১৭ সালে তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। তাঁদের একটি মেয়েও রয়েছে।

বিয়ের অনেক বছর পর তিনি আবারও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বেশ কিছু বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিথিলা। তাঁদের মেয়েও বাবা মা দুজনের সঙ্গেই থাকতেন মিলিয়ে গুছিয়ে। তবে, তাহসান নিজের প্রোফাইলে কবে সুখবর জানান সেটাই দেখার।

bangladeshi actor Bangladesh
Advertisment