বাংলাদেশ এখন উদ্বিগ্ন। কারণ, দেশের অন্তর্বর্তী যা পরিস্থিতি তাতে নানা দিকে চাঞ্চল্য বাড়ছে। বিশেষ করে সমাজ মাধ্যমে বিদ্বেষের মাত্রা এত বাড়ছে, যা বলার ভাষা নেই। বাংলাদেশের অনেক তারকা, যারা এই বাংলায় কাজ করেন, তাঁদের নিয়েও বিতর্ক। বাংলাদেশের তারকাদের বয়কট করার প্রসঙ্গও উঠছিল।
এই বাংলায় রিলিজ করছে, জিয়াউল ফারুক অপূর্ব এবং পরীমনির ছবি। চালচিত্র আসছে আসন্ন ২০ তারিখ। এবং তারপর ফেলুবক্সি রিলিজ করতে চলেছে। কিন্তু যখন ভারত বাংলাদেশ বিবাদ চরম সীমায় সেখানে এদেশের মানুষ সেই ছবি দেখবেন কিনা এই নিয়েও প্রশ্ন উঠছিল। কিন্তু আজ সকাল হতেই অপূর্ব পোস্ট করেছেন বাংলা ছবি নিয়ে। সেইদিন যে কটা বাংলা ছবি রিলিজ করছে সেই নিয়ে অপূর্ব সরব।
amid chaalchitra trailer release look back into bangladesh star ziaul faruq apurba interviewকলকাতায় কাজ করে, কেমন অভিজ্ঞতা হয়েছিল অপূর্বর? #ziaulfaruqapurba
Posted by ieBangla on Friday, December 13, 2024
বাংলাদেশের সুপারস্টার এই প্রথম কাজ করছেন এপার বাংলায়। গতবছর থেকেই এই ছবি নিয়ে নানা উন্মাদনা। কারণ, অপূর্ব এই ছবিতে কাজ করছেন। তারকা কলকাতায় শুটিং করতে এসেই সাক্ষাৎকার দিয়েছিলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে। বলেছিলেন, না নিজেকে সুপারস্টার মনে করেন না নিজেকে কিছু অতিরিক্ত ভাবেন। তবে আজ বাংলা ছবির সঙ্গে থাকার বার্তা দিলেন।
২০ ডিসেম্বর কোলকাতায় আমার অভিনীত “চালচিত্র” সাথে মুক্তি পাচ্ছে খাদান, সন্তান ও ৫নং স্বপ্নময় লেন। প্রতিটা সিনেমার জন্যই অনেক অনেক শুভকামনা। ❤️
Posted by Ziaul Faruq Apurba on Tuesday, December 17, 2024
অভিনেতার চালচিত্র রিলিজ করছে সেদিন যেদিন আরও তিনটি বাংলা ছবি মুক্তি পাবে। খাদান এবং সন্তান, এই দুটি ছবির চর্চা তুঙ্গে। তাঁর সঙ্গে মানসী সিনহা পরিচালিত ৫ নং স্বপ্নময় লেন, আসছে। অপূর্ব বলছেন... "২০ ডিসেম্বর কোলকাতায় আমার অভিনীত “চালচিত্র” সাথে মুক্তি পাচ্ছে খাদান, সন্তান ও ৫নং স্বপ্নময় লেন। প্রতিটা সিনেমার জন্যই অনেক অনেক শুভকামনা।"
উল্লেখ্য, বাংলাদেশের নাটকের মানুষ অপূর্ব নিজেও খুব জনপ্রিয় দুই বাংলাতেই। শেষ সময়েও তাঁর দুটি নাটক বেশ প্রশংসা পেয়েছে।