Ziaul Faruq Apurba: 'স্যালুট...', গর্বের শেষ নেই জিয়াউল ফারুক অপূর্বর

প্রতিবাদেই সরব হয়েছেন তারকারা। মিথিলা থেকে মোশাররফ করিম এমনকি, সাফা কবির থেকে বাঁধন, অনেকেই হাজির হয়েছিলেন এই সমারোহে। অভিনেত্রী বাঁধন জানিয়েছিলেন, বাচ্চার মা আমিও। নিশ্চিন্তে ঘুমোতে পারছি না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
apurba bangladesh, ziaul faruq apurba news, ziaul faruq apurba controversy, ziaul faruq apurba bangladesh news, ziaul faruq apurba dhallywood, ziaul faruq apurba alpha - i, dhallywood

Apurba Bangladesh: কী বলছেন অপূর্ব?

গোটা বাংলাদেশ জুড়ে যা চলছে, সে কথা নতুন করে বলে দেবার নয়। কোটা আন্দোলনকারীদের সঙ্গে জুড়েছেন সাধারণ মানুষ থেকে তারকারাও। বহুদিন ধরে এই যুদ্ধ ক্রমবর্ধমান।

Advertisment

মুক্তিযোদ্ধাদের পারিবারিক কোটা এবং সুযোগ সুবিধার কারণেই প্রথমে আওয়াজ তুলে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তারপর দিনের পর দিন বাড়তে থাকে সেই মাত্রা। ছাত্র আন্দোলনে প্রাণ হারান আবু সাঈদ। বুক পেতে গুলি নিয়েই দেশের মানুষের ঘুম কেড়ে নেন তিনি। নাবালক ছাত্র-ছাত্রীদের অনেকেই মৃত্যুবরণ এর পাশাপাশি জেলেও গিয়েছেন।

সেই প্রতিবাদেই সরব হয়েছেন তারকারা। মিথিলা থেকে মোশাররফ করিম এমনকি, সাফা কবির থেকে বাঁধন, অনেকেই হাজির হয়েছিলেন এই সমারোহে। অভিনেত্রী জানিয়েছিলেন, বাচ্চার মা আমিও। নিশ্চিন্তে ঘুমোতে পারছি না। আর অন্যদিকে, দেখা যাচ্ছে এবার বাংলাদেশের মানুষদের এহেন জোরালো প্রতিবাদে, গর্বে বুক ফুলে উঠেছে অপূর্বদের।

publive-image
Advertisment

অভিনেতা নিজের দেশের মানুষকে একত্র হতে দেখে অপূর্বর গর্ব আর দেখে কে? মধ্যিখানে সারি সারি গাছপালা। কুল কিনারা নেই যে সেখানে কতজন লোক আছেন। সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অপূর্ব। এবং লিখছেন..

"স্যালুট বাংলাদেশ"। সঙ্গে বেশ কয়েকটি বাংলাদেশের পতাকা ইমোজী পর্যন্ত জুড়েছেন তিনি। আর অভিনেতার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে যে কতটা দেশকে এবং তাঁদের জনগণকে নিয়ে, গর্ব করছেন তিনি। একদিকে মুষলধারে বৃষ্টি, তাঁর পাশাপশি মানুষের আন্দোলনের রেশ বাড়ছে সেদেশে প্রতিনিয়ত। কিন্তু তাঁরা সাফ জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন তাঁরা।

tollywood Entertainment News ziaul farukh apurba