কলকাতায় অপূর্ব, কারণ কাজের ব্যস্ততা। বাংলাদেশের হার্টথ্রব এপার বাংলায়। তিনি অভিনয় করছেন এখানকার এক পূর্ণদৈর্ঘ্য ছবিতে। যার নাম 'চালচিত্র'। প্রতিম ডি গুপ্ত পরিচলক। এর আগে হইচই এর সিরিজে অভিনয় করলেও বাংলা ছবিতে এই প্রথম।
Advertisment
অভিনেতা কলকাতায় শুটিং করছেন বেশ বিখ্যাত কিছু অভিনেতাদের সঙ্গেই। টোটা রায়চৌধুরী, রাইমা সেন, শান্তনু মাহেশ্বরি। কলকাতায় এসেছেন শুক্রবার। নানা জায়গায় তিনি অভিনয় করছেন। শুধু তাই নয়, এখানে এসে তিনি মুগ্ধ। দীর্ঘদিনের আলোচনার পরেই বাংলাদেশের অন্যতম সুপারস্টার এবার এই বাংলার ছবিতে। কেমন লাগছে তাঁর এখানে এসে?
প্রসঙ্গে, তিনি বাংলাদেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন... ভাষা তো সম্পূর্ন এক। এদেশের সকলেই তাঁকে আন্তরিকতার সঙ্গে আপন করে নিয়েছেন। তাঁর মনেই হচ্ছে না দেশের বাইরে কাজ করছেন। মানুষের ভালবাসায় তিনি মুগ্ধ। অভিনেতা, টানা কাজ করবেন এখন। কারণ, সামনেই পুজো। কলকাতা শহর ব্যস্ত হয়ে উঠবে। কেন এই চরিত্রে বেছে নিলেন তিনি।
জানা যাচ্ছে, মাস দুয়েক ধরে তাঁকে গল্প এবং সবকিছুই জানানো হয়েছে। অভিনেতা চিত্রনাট্যে বেশ আকৃষ্ট হয়েছেন। ছবির গল্প প্রসঙ্গে এখন সেভাবে কিছুই বলা সম্ভব না। তাও, তিনি জানিয়েছেন, ভারতের এই প্রযোজনা সংস্থার তরফে ভাল ভাল ছবি বানায়। গল্পটা দারুণ, আমার চরিত্রটা দারুণ... তাই রাজি হয়েছি এটা করতে।
প্রসঙ্গত, তিনি বাংলাদেশের মানুষের চোখের মণি। তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন সেদেশের মানুষ। শুধু তাই নয়, ঈদ উপলক্ষে তাঁর নাটক না এলে, মানুষের মন ভাল থাকে না। দীর্ঘ এতবছর ওপার বাংলায় মনোরঞ্জন করেছেন, তাঁর সঙ্গে ভারতের মানুষও তাঁর নাটক দেখতে খুবই পছন্দ করেন। এবার, ভারতের বাংলা ছবিতে তাঁর জাদু দেখানোর পালা।