কখন যে হঠাৎ করে কী হয়ে যায়, যেন বোঝাই যায় না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিন যেন গুরতর আহত হয়েছেন সেকথা প্রকাশ্যে আসতেই অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। আর তাঁদের আহত হওয়ার কথা জানিয়েছিলেন পরিচালক আরেফিন ওমি।
পরিচালক নিজেই তাঁর সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন এই প্রসঙ্গে। অপূর্ব এবং তাসনিয়ার সঙ্গে আরেক অভিনেতা পাভেল তিনিও আহত হয়েছিলেন। সেকথা সমাজ মাধ্যমে দুঃখের সঙ্গে পোস্ট করেন। কী হয়েছিল আসলে? বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, নতুন ওয়েব ড্রামার শুটিংয়ের সময় আসলে এই দুর্ঘটনা ঘটে।
জিয়াউল ফারুক অপূর্ব গতকাল স্কুটি চালাতে গিয়েই আহত হয়েছেন। ব্যথা পেয়েছেন হাতে। তারপর সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর জানা যায় হাতে ব্যথা পেলেও তাঁর হাড় ভেঙে যায়নি বা চোট পাননি। যদিও অপূর্ব একা নন, তাঁর সঙ্গে সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিনেরও পায়ে চোট লেগেছে। হাত পায়ের কিছু অংশ কেটে পর্যন্ত গিয়েছে। যদিও অভিনেতা অপূর্ব নিজেও এই বিষয়ে আপডেট দিয়েছেন।
তিনি লিখেছেন, এখন সুস্থ আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানেই শেষ না। বরং অভিনেতা পাভেল জানিয়েছেন, এখন সুস্থ আছেন তাঁরা। পাভেলের কথায়, আমার ব্যথাটা বুকে লেগেছে। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। একদিকে, অপূর্ব যখন ব্যথা পেলেন তখনই এপার বাংলার বুকে রিলিজ করছে তাঁর নতুন ছবি চালচিত্র। যেহেতু ওপার বাংলার বুকে সমস্যা বাড়ছে তাই অপূর্ব এখানে আসতে পারছেন না।