Actor Death: ২৬ বছরেই সব শেষ, হার্ট অ্যাটাকে প্রাণ গেল তরুণ অভিনেতার...

shahbaz sunny: সকাল হতেই যেন আকাশ ভেঙে পড়ল, নাট্যপ্রেমীদের মাথায়। অভিনেতা এত অল্প বয়সে যে চলে যাবেন, সেকথা যেন কেউ ভাবতেও পারছেন না। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অপূর্ব।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shahbaz sunny passed away- bangladesh

shahbaz sunny passed away: প্রয়াত তরুণ অভিনেতা... Photograph: (Instagram)

Shahbaz Sunny death: বছরের শুরুতেই যেন ধেয়ে আসছে খারাপ খবর। একের পর এক শিল্পী চলে যাচ্ছেন না ফেরার দেশে। গতবছর শেষ পর্যন্ত বিনোদুনিয়া হারিয়েছে বহু মানুষকে। আর, এবার নতুন বছর শুরু হতেই ফের প্রাণ গেল আরেক তরুণ তারকার। 

Advertisment

নিজের অভিনয় দিয়ে বহু মানুষকে মুগ্ধ করেছেন তিনি। তাঁর কৌতুক অভিনয় দেখতে ভালবাসতেন অনেকেই। নানা নাটকে ভিন্ন ধরণের পার্শ্ব চরিত্রে তাঁকে দেখা যেত। প্রসঙ্গে বাংলাদেশের অভিনেতা শাহবাজ সানি। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পদ্মাপাড়ের সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। অভিনেতা নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে এমন কথা লিখেছেন। 

সকাল হতেই যেন আকাশ ভেঙে পড়ল, নাট্যপ্রেমীদের মাথায়। অভিনেতা এত অল্প বয়সে যে চলে যাবেন, সেকথা যেন কেউ ভাবতেও পারছেন না। বয়স হয়েছিল মাত্র ২৬ - ২৭। তাঁর মধ্যেই যে ঈশ্বরের এত প্রিয় হয়ে যাবেন, একথা ভাবাও সম্ভব হচ্ছে না সকলের পক্ষে। বহু মানুষের পছন্দের এই অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। 

কী হয়েছিল তাঁর? 

Advertisment

জানা যাচ্ছে, অভিনেতার মধ্যরাত থেকেই শরীর খারাপ ছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপর থেকেই হতাশায় এবং অস্বস্তিতে অনেক বাংলাদেশী তারকাই।   

কাজ শুরু করেছিলেন কাছে আসার পর টেলিফ্লিম দিয়ে। তারপর নানা নাটকে কাজ করেছিলেন। যার মধ্যে মহব্বত, ট্রাভেল শো অন্যতম। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে অপূর্ব লিখেছেন... "সানি আর আমাদের মধ্যে নেই।" 

Entertainment News Entertainment News Today Bangladeshi Film bangladeshi actor