Ziaul Faruq Apurbo: পিতা-পুত্রের সম্পর্ক নিয়ে নোংরা গুজব, রেগে আগুন অপূর্ব, আইনি পদক্ষেপ নিলেন অভিনেতা

অপূর্ব এবং অদিতির ছেলে আয়াশ। দুজনের বিচ্ছেদের পর তাঁরা আবার নতুন করে অন্যত্র সংসার বেঁধেছেন। তাতে কিন্তু, বাবার সঙ্গে আয়াশের সম্পর্কে কোনও বদল আসেনি। কিন্তু.. এই ভিডিও দেখে অনেকেই এই মন্তব্য করেছেন যে ...

অপূর্ব এবং অদিতির ছেলে আয়াশ। দুজনের বিচ্ছেদের পর তাঁরা আবার নতুন করে অন্যত্র সংসার বেঁধেছেন। তাতে কিন্তু, বাবার সঙ্গে আয়াশের সম্পর্কে কোনও বদল আসেনি। কিন্তু.. এই ভিডিও দেখে অনেকেই এই মন্তব্য করেছেন যে ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
apurbo

ছেলের জন্য যা সিদ্ধান্ত নিলেন অভিনেতা...

বিচ্ছেদ হয় স্বামী-স্ত্রীর, মাঝখানে সমস্যায় ভোগে শুধু সন্তান। জিয়াউল ফারুক অপূর্বর একটা পোস্টে - তীব্র সমালোচনা। কিছুদিন আগেই তিনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেন। তাঁর ছেলে এখন আর সেই ছোট্টটি নেই। সে এখন অনেকটাই বড়। আর ঘুমন্ত ছেলেকে সারপ্রাইজ দেওয়া নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। বাবাকে দেখে চোখে জল চলে এসেছিল আয়াশের। তাঁকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলে সে। আর তাতেই মনগড়া কিছু বিষয় বানিয়ে নেন দর্শক।

Advertisment

অপূর্ব এবং অদিতির ছেলে আয়াশ। দুজনের বিচ্ছেদের পর তাঁরা আবার নতুন করে অন্যত্র সংসার বেঁধেছেন। তাতে কিন্তু, বাবার সঙ্গে আয়াশের সম্পর্কে কোনও বদল আসেনি। কিন্তু.. এই ভিডিও দেখে অনেকেই এই মন্তব্য করেছেন যে অপূর্ব তাঁর ছেলেকে বাংলাদেশে একা রেখে গিয়েছে, উল্টে তিনি তাঁর তৃতীয় স্ত্রীর সঙ্গে আনন্দে সংসার করতে ব্যস্ত। সেকারণেই বাচ্চা ছেলেটা তাঁর বাবাকে এতদিন পর দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। বরং কেঁদে ফেলেছে। আর এসব কটু কথা নজর এড়ায়নি বাংলাদেশের সুপারস্টারের। বরং, তিনি ভীষণ ক্ষুব্ধ এই ঘটনায়। লিখছেন... 

 

Advertisment

"কিছু মানুষের সত্য-মিথ্যের বোধ নেই, ন্যূনতম সম্মানবোধও না। কিছু মানুষের গসিপ আর মিথ্যার কারখানা সমাজকে বিষাক্ত করে। আর কিছু গড়পড়তা মানুষরা, যাচাই না করেই শেয়ার করেন, রিঅ্যাক্ট দেন, ভুল বিচার করেন। সন্তানের প্রতি বাবা-মা এর ভালোবাসা নিয়েও চলে নোংরা বিচার ও আজেবাজে কথাবার্তা। এটা শুধু লজ্জাজনকই নয়, চরম অমানবিকও। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে আমি কোন জ্ঞান দিতে যাব না। কারন যাদের পরিবার তাদের ভেতর কোন মুল্যবোধ তৈরি করতে ব্যর্থ হয়েছে,যাদের সমাজ মানবিকতা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তাদেরকে কোন জ্ঞান দিয়ে লাভ হবেনা। মা-বাবা তাদের সন্তান কে কতোটা ভালবাসে সেটা প্রমাণ করার কোন প্রয়োজন নেই। কারন এই অভাগারা জানেনা প্রতিটা বাবা-মা এর কাছেই তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ। তার প্রতিটি হাসি, প্রতিটি কান্না, প্রতিটি অর্জন - সবকিছু তারা নিজের হৃদয়ে অনুভব করে। সন্তানের হাসি-কান্না তার প্রতিটা অনুভূতি পিতা-মাতার প্রতিটি দিনকে করে তোলে উজ্জ্বল ও অর্থবহ। আপনি যদি সত্য না জানেন, তবে নীরব থাকুন। কারণ কারো সন্তানের জীবন আপনার কনটেন্ট তৈরির “আইটেম” নয়।" 

তাঁর সন্তানের ইমশোন নিয়ে খেলা চলছে। বাচ্চাটার মনটার কথাও কেউ ভাবল না! বাবা এবং সন্তানের মধ্যে যে নিঃস্বার্থ ভালবাসা, সেটিকে অন্য নাম দেওয়া হল। অভিনেতা লিখছেন, "কিছু নীচু মানসিকতার মানুষ ব্যস্ত অন্যের চরিত্র হননে! যারা এতোটাই নীচ যে পিতা-পূত্রের গভীর ভালবাসার মধ্যেও অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন। মিথ্যে তথ্য আর গাজাখুরী বানানো গল্পের আশ্রয় নিয়ে ভিউ পাওয়ার আশায় সাধারনের কাছে এমন কিছু পৌছে দেয়ার চেষ্টা করেছেন যা দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হোন আমার সন্তান ও আমার পরিবারের নামে! যারা চেষ্টা করেছেন সাংবাদিকতা নামক মহান পেশাকেও কলংকিত করতে এইসব হঠাৎ গজিয়ে ওঠা ইউটিউব চ্যানেল বা পেইজগুলো দিয়ে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে, already তিন জনকে শনাক্ত করে আনাও হয়েছে। বাকিদের কেও আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই। আর এতো দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য #BangladeshCiberCrimeUnit কে ধন্যবাদ।" 

Entertainment News Entertainment News Today ziaul farukh apurba