Apu Biswas: 'পেশাগত আর দীপাবলীর ব্যস্ততা এক হয়ে গিয়েছে..', ভারত-বাংলাদেশের মধ্যে আলোর উৎসবে কী কী পার্থক্য দেখলেন অপু?
Apu Biswas - Diwali Plan: অপু বিশ্বাস, এর অনেক আত্মীয় এদেশে থাকেন। ভারতবর্ষে তিনি দীপাবলী পালন করেছেন। তাই দুই দেশের উৎসবের তফাৎ ভাল করেই জানেন। অভিনেত্রী দুই দেশের অভিজ্ঞতার পার্থক্য উল্লেখ করেই বললেন...
গল্প হচ্ছে পদ্মাপাড়ের দীপাবলীর। উৎসবের আমেজ থাকে সর্বত্রই। কিন্তু, বাংলাদেশের শিল্পীরা কীভাবে আলোর উৎসবে সামিল হন এবারও সেই নিয়েই প্রশ্ন ছিল অপু বিশ্বাসের কাছে। অভিনেত্রী তাঁর উৎসব ছেলেকে সঙ্গে নিয়েই কাটান, সেকথাই জানিয়েছেন।
Advertisment
এবার, যদিও বা বাংলাদেশের নানা জায়গায় আন্দোলন এবং বিদ্রোহের পাশাপাশি নতুন সূর্যোদয় দেখেছে সেদেশের মানুষ। শারদীয়া দুর্গোৎসব পালন হয়েছে নিয়ম মেনেই। কিন্তু, দীপাবলী বা কালীপুজো নিয়ে অপু বলছেন..
"ছোটবেলার দীপাবলি অনেক সুন্দর ছিল। অনেক পরিকল্পনা থাকত, আনন্দ থাকত। সারাবছর অপেক্ষায় থাকতাম, কখন দীপাবলি আসবে। এখনকার দীপাবলির সঙ্গে তখনকার সেই তুলনা চলে না। এখন সব দিন একই রকম হয়ে গেছে। পেশাগত ব্যস্ততা আর দীপাবলির ব্যস্ততা এক হয়ে গেছে।"
ছেলেকে নিয়েই এবার আলোর উৎসবের সন্ধেগুলো আনন্দে ভরিয়ে দিতে চান অপু। অভিনেত্রীর এবারের প্ল্যানিং কী, জানতে চাইলে, তিনি বলেন... "এবার দীপাবলির বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটাব। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করব। ওকে নিয়েই এবারের সব পরিকল্পনা।"
অপু বিশ্বাস, এর অনেক আত্মীয় এদেশে থাকেন। ভারতবর্ষে তিনি দীপাবলী পালন করেছেন। তাই দুই দেশের উৎসবের তফাৎ ভাল করেই জানেন। অভিনেত্রী দুই দেশের অভিজ্ঞতার পার্থক্য উল্লেখ করেই বললেন...
"ভারত বাংলাদেশ একটা তফাত আছেই। সেখানে মহাধুমধাম করে আনন্দ করেন সবাই। আমাদের দেশে কম হয় এটাই। অনেকবার সেখানে উদযাপন করেছি। সেখানে অনেকে পরিচিত মানুষ ছিলেন। তাদের সঙ্গে বেশ আনন্দ করেছি।"
উল্লেখ্য, বাংলাদেশের চর্চিত মুখ অপু বিশ্বাস, মাঝেমধ্যেই কলকাতায় আসেন। এপার বাংলার সঙ্গে বেশ গাঢ় সম্পর্ক তাঁর। আর এবারও যে নিজের মত করেই উৎসব উদযাপন করবেন, সেকথাও পরিষ্কার।