Bangladesh Actress In Jail: আদালতের ভয়ঙ্কর নির্দেশ! কেঁদে কেটে একসার বাংলাদেশের অভিযুক্ত অভিনেত্রী নুসরত

Nusrat Faria Viral Video: বাংলাদেশের এই অভিনেত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ। দুই বাংলাতেই তিনি কাজ করেছেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাষ্ট্র এবং আসামী পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

Nusrat Faria Viral Video: বাংলাদেশের এই অভিনেত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ। দুই বাংলাতেই তিনি কাজ করেছেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাষ্ট্র এবং আসামী পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
nusrat faria in jail

নুসরতকে জেলে পাঠানোর মুহূর্ত...

Bangladeshi Actress Arrest: নুসরত ফারিয়াকে গতকাল ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ উঠেছে অজস্র! গতবছর গণ অভ্যুত্থান চলাকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আওয়ামী লীগের তরফে নুসরতের বিরুদ্ধে আর্থিক সাহায্যের অভিযোগ আনা হয়। এছাড়াও, হত্যাচেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আর এবার ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় নুসরত ফারিয়াকে জেলে পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে আদালতের তরফে।

Advertisment

বাংলাদেশের এই অভিনেত্রী দুই বাংলার জনপ্রিয় মুখ। দুই বাংলাতেই তিনি কাজ করেছেন। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ রাষ্ট্র এবং আসামী পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সকাল ১০টা নাগাদ তাঁকে এজলাসে হাজির করা হয়। এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকাকালীন, অভিনেত্রী একেবারেই চুপ করে ছিলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে থেকে চোখের জল মুছতে পর্যন্ত দেখা যায় তাঁকে। শুনানি শুরু হয়, তাঁকে ফ্যাসিস্ট দোসর আখ্যা দিয়ে। কারাগারে আটকে রাখার পর্যন্ত আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। অভিনেত্রী চোখের জলে নাকের জলে এক করলেও তাঁর পক্ষ থেকে জামিনের আবেদন খারিজ করে আদালত। এবং ফের একবার কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

Bollywood: ১৭-এ পা দিতেই বিয়ে, ৪ মাসের মেয়েকে নিয়ে পালালেন অভিনেত্র…

পরবর্তীতে তাঁর জামিন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২২মে দিন ধার্য করা হয়েছে। তাঁকে যখন কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, মাথায় হেলমেট থাকলেও চোখের জল ছিল স্পষ্ট। অভিনেত্রী কেঁদে কেটে একসার। যদিও বা এই ঘটনা প্রথম নয়। এর আগেও, জায়েদ খান, অপু বিশ্বাস থেকে শুরু করে অনেককেই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এক হত্যাচেষ্টার জন্য মামলা করা হয়। এই প্রসঙ্গে বক্তব্য রেখেছেন, বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর এক সদস্য মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ইন্ডাস্ট্রির একজন মানুষ। তাই তো তিনি বলেন...

Advertisment

"আমি সাধারনত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমার তো একটা পরিচয় আছে, আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবো। নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেফতার করা হবে না। এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিলো। ফারিয়ার বিরুদ্ধে এই মামলাতো অনেকদিন ধরেই ছিলো। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতারের কোনো উদ্যোগ নেয়ার বিষয় আমার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনাটা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নারভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে।"

Nusrat faria Bangladeshi actress Bangladeshi Film Bangladeshi