'যেদিন থেকে এই ঘটনা ঘটেছে, দু চোখের পাতা এক করতে পারিনি...', ঠিক এমনটাই শোনা গেল পদ্মা পাড়ের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের গলায়। ওপার বাংলায় যে কি চলছে, সেকথা বিশ্ব তথা ভারতবর্ষের অজানা নয়। কোটা আন্দোলনে অংশ নিয়েছেন যে ছাত্রছাত্রীরা, তাদের সঙ্গে ঘটে গিয়েছে অস্বস্তিকর নানান ঘটনা।
এমনকি প্রাণ পর্যন্ত গিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের। বুক পেতে গুলি নিয়েছে সেই দুঃসাহসী যুবক। বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই স্পর্শকাতর। কোটা আন্দোলনে অংশ নিয়েছেন যারা, তাঁরা লড়ছেন নিজেদের অধিকারের জন্য। আর এবার তাদের সঙ্গ দিয়েছেন, বাংলাদেশের সাধারণ মানুষ এবং তারকারাও।
সমাজ মাধ্যমে তারা আগেই আবার তুলেছিলেন। আফরান নিশো থেকে জিয়াউল ফারুক অপূর্ব, চঞ্চল চৌধুরী, বেশিরভাগই ছাত্র খুনের প্রতিবাদে সরব হয়েছিলেন। আর এবার ছাত্রদের মিছিলে হাঁটতে দেখা গেল তাঁদের। মিথিলা থেকে শুরু করে মোশাররফ করিম, সাফা কবির এবং আজমেরী হক বাঁধন, এছাড়া আরো অনেকেই যোগ দিলেন। বাঁধন সংবাদমাধ্যমে জানান...
"একটা অসহ্যকর পরিস্থিতি। এদেশের ছাত্ররা দেখিয়ে দিল কিভাবে প্রতিবাদ করতে হয়। হয়তো বা আমি রেগে যাচ্ছি, কিন্তু যে হত্যাকান্ড ঘটে গেল তার বিচার চাইব না? যদি না চাই তবে এ রাষ্ট্রের আমি কেউ নই। এর প্রতিবাদ করা উচিত, তাই করেছি।" বাংলাদেশের সরকার রিয়াদ করছে না নাবালক ছাত্র-ছাত্রীদেরও। তাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন কিংবা, বর্তমানে যে গণ গ্রেফতারি শুরু হয়েছে সেই তালিকাতেও নাম লিখিয়েছেন। অভিনেত্রী আরো জানান...
"রাষ্ট্র জাতির কাছে ক্ষমা চাইবে না? আমি স্বস্তিতে থাকতে পারছি না। নাবালকদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে। শিক্ষার্থীরা যতদিনে আন্দোলনে আছেন, আমিও সঙ্গ দেব। এই রাষ্ট্র নির্বিচারে ছাত্রদের উপর গুলি চালিয়েছে। যেখানে আমার সন্তান থাকতেই পারত।"
উল্লেখ্য, এই বাংলায় তথা ভারতে কাজ করেছেন তিনি। রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি তাঁর পাশাপশি খুফিয়া ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে।