Bidya Sinha Mim: ভারতে কোনোদিন দীপাবলীর সময় থাকা হয়নি, পদ্মাপাড়ে কীভাবে আলোর উৎসব পালন করেন বিদ্যা?
Bidya Sinha mim: এপার বাংলার মানুষদের কাছে দীপাবলীর আনন্দ যেমন, তাঁদের কাছে কেমন? অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে এই প্রশ্নই রেখেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
Bidya Sinha mim: এপার বাংলার মানুষদের কাছে দীপাবলীর আনন্দ যেমন, তাঁদের কাছে কেমন? অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে এই প্রশ্নই রেখেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
ভারতবর্ষের বুকে দীপাবলী মানেই অন্যরকম আমেজ। আলোর উৎসব তো বটেই তাঁর সঙ্গে পরিবার এবং পরিজনদের সঙ্গে আনন্দ, আড্ডা লেগেই থাকে। কিন্তু, পার্শ্ববর্তী দেশে দীপাবলীর আনন্দ কিভাবে দেখে এসেছেন তারকারা?
Advertisment
যদিও, এবছর বাংলাদেশ অনেক নতুন কিছু দেখেছে। দ্বিতীয়বার স্বাধীনতার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাঁরা এও দেখেছে, কী করে একটা প্রজন্ম আন্দোলন এবং বিদ্রোহের মাধ্যমেই ন্যায্য দাবি ছিনিয়ে নিতে পারে। আসন্ন আলোর উৎসব। এপার বাংলার মানুষদের কাছে দীপাবলীর আনন্দ যেমন, তাঁদের কাছে কেমন? অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের কাছে এই প্রশ্নই রেখেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
ছবিঃ বিদ্যা সিনহা মিম/ ইনস্টাগ্রাম
Advertisment
অভিনেত্রী যদিও বা দেশে নেই। তারপরেও, এবার তাঁর দীপাবলী উপলক্ষে কী প্ল্যানিং সেকথা জানালেন। তাঁর কথায়, "এবারও ঢাকাতেই করব দীপাবলী উদযাপন। সেরকম বিশেষ কোনও প্ল্যানিং নেই। বাড়িতেই থাকব। যত পরিবারের মানুষরা আছেন, সবাই থাকবেন সঙ্গে। পুরো বাড়িতে মোমবাতি জ্বালাই। আর যেটা করি, সেটা হল ঘরের ভিতরে লাইট লাগাই, দেখতে খুব সুন্দর লাগে। কালীপুজো মানেই আতশবাজি। সেটাও নিয়ে আসি।"
ছোটবেলার কথা মনে পড়ে? প্রতিটা মানুষের ছোটবেলার জীবন একদম ভিন্ন হয় বড়বয়সের সঙ্গে। সেসময় কালীপুজো কীভাবে কাটাতেন তিনি? অভিনেত্রী জানালেন, "ছোটবেলায় মামার বাড়িতে উদযাপন করতাম। আর সঙ্গে সব তুতো ভাইবোনরা থাকত। সেটা একটা অসাধারণ অনুভূতি ছিল।"
ছবিঃ বিদ্যা সিনহা মিম/ ইনস্টাগ্রাম
বিদ্যা, এপার বাংলাতেও কাজ করেছেন। তিনি জিতের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। কিন্তু, এদেশে কি কোনোদিন তাঁর আলোর উৎসবে সামিল হয়েছেন তিনি? অভিনেত্রীর কথায়... "ভারতে কোনোদিন এই উৎসবে থাকা হয়নি। কিন্তু, শুনেছি সেখানে নাকি অনেক আনন্দ হয়। সেখানে দীপাবলী নিয়ে অনেককিছুই জানি না।"
উল্লেখ্য, এবছরও দুর্গাপুজো ভক্তিভরে পালন করেছেন বিদ্যা। তাই, দীপাবলী উপলক্ষে তাঁর যে অনেক প্ল্যান রয়েছে, সেটা বলাই বাহুল্য।