Mehazabin Chowdhury: সোনাক্ষী সিনহার পথেই হাঁটলেন মেহজাবিন? কোন বিশেষ উপহারে সেজে উঠলেন নায়িকা?

Mehazabin Chowdhury - Wedding: বিয়ের দিন, তাঁর পরনে ছিল ভারতীয় ডিজাইনার সীমা গুজরালের পোশাক। সাদা রঙের ক্রিস্টাল আইভরি পোশাকে, তাঁকে বাংলাদেশী ব্রাইড এর তুলনায় ভারতীয় ব্রাইড বেশি মনে হচ্ছিল। তবে, তাঁর আকদ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mehazabin Chowdhury wedding ceremony

Mehazabin Wedding: সেজে উঠলেন পদ্মাপাড়ের নায়িকা... Photograph: (Instagram)

তারকাদের নিয়ে এখন আলোচনার শেষ নেই। বিশেষ করে তাঁদের বিয়ে সবসময়ই টক অফ দ্যা টাউন। আর এখন তো পদ্মাপাড়ের অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এবং আদনানের বিয়ে নিয়ে নানা আলোচনা। বলা উচিত, তাঁর পোশাক থেকে, বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পোশাক, কেউ বলছেন ভাল, আবার কেউ বলছেন ... উহু! একেবারেই মানায় নি। 

Advertisment

বিয়ের দিন, তাঁর পরনে ছিল ভারতীয় ডিজাইনার সীমা গুজরালের পোশাক। সাদা রঙের ক্রিস্টাল আইভরি পোশাকে, তাঁকে বাংলাদেশী ব্রাইড এর তুলনায় ভারতীয় ব্রাইড বেশি মনে হচ্ছিল। তবে, তাঁর আকদ এর দিন কিন্তু, আদ্যোপান্ত বাঙালি বাংলাদেশী ব্রাইড এর মতই সেজেছিলেন তিনি। পরনে গোলাপী রঙের শাড়ি, একদম হালকা মেকাপ, তাঁকে লাগছিল মোহময়ী। কিন্তু, যেখানে সমস্ত তারকা কনেদের দামী দামী শাড়ি কিংবা লেহেঙ্গাতে দেখতে পাওয়া যায়, সেখানে মেহজাবিন কী শাড়ি পড়েছিলেন? 

বিয়েতে অনেক তারকাই নতুন কিছু করেন। যেখানে, পদ্মাপাড়ের আরেক নায়িকা তাসনিয়া ফারিন, নিজের বিয়েতে লাখ টাকার জামদানি শাড়ি পরেই তাক লাগিয়েছিলেন, সেখানে মেহজাবিনের পরনে স্মৃতি সমৃদ্ধ একটি শাড়ি। এ এমন শাড়ি, যেটি তিনি নিজের সবথেকে দামী উপহার বলেই মনে করছেন। এবং, ভারতীয় অনেক নায়িকাই এই কাজ আগে করেছেন। মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন বহু নায়িকা। যেই দলে নাম রয়েছে সোনাক্ষী সিনহা এবং ইয়ামি গৌতমের। তারাও বিয়ের দিন মায়ের শাড়ি পড়েছিলেন। আর এবার মেহজাবিন...

পরনে গোলাপী রঙের বেনারসি শাড়িটি আসলে, তাঁর মায়ের। অভিনেত্রী ভালবাসা দিবসের দিন তাঁর কাছের মানুষটির সঙ্গে চির বন্ধনে বেঁধে গিয়েছেন। সেদিনের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন... "আমাদের আকদ ১৪.০২.২০২৫... ভালোবাসার দিনে, আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্য ও কাছের মানুষদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।" কিন্তু বিশেষ সেই উপহারটি তাঁর জীবনে আলাদাই অর্থ রেখেছিল, অভিনেত্রী সেই সুন্দর উপহারটি প্রসঙ্গে বলছেন...

Advertisment

"আমার মা তার আকদের দিনে যে শাড়িটি পরেছিলেন, সেই শাড়িটিই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেই শাড়িটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহার।" 

Bengali Actress entertainment Entertainment News Entertainment News Today Actress Bangladeshi actress