scorecardresearch

অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিয়ে করলেন পরিমণি, জমজমাট আয়োজন! পাত্রটি কে?

বাংলাদেশি অভিনেত্রীর বিয়ের মেন্যুতে ছিল জিভে জল আনা রকমারি খাবার।

Bangladeshi actress Pori Moni, Pori Moni marriage, Pori Moni-Razz, পরিমণির বিয়ে, রাজ-পরিমণি, বাংলাদেশি অভিনেত্রী পরিমণি, bengali news today
পরিমণির বিয়ে

বিতর্ক এখন অতীত! প্রেমিক রাজের সঙ্গে গুছিয়ে সংসার করছেন পরিমণি। নতুন বছরের গোড়ার দিকেই অন্তঃসত্ত্বা হওয়ার ফাঁস করেছেন বাংলাদেশী অভিনেত্রী। যা নিয়ে শোরগোলের অন্ত নেই। তার আগেই অবশ্য গতবছর নভেম্বর মাসে গোপনে বিয়েটা সেরে ফেলেছিলেন। তবে কাকপক্ষীতেও টের পায়নি। কারণ তার মাসখানেক আগেই জেল থেকে ছাড়া পেয়েছিলেন পরিমণী। তবে এবার সন্তান আসার আগে একেবারে বর-বউ সেজে ‘নিকাহ’ করে ফেললেন রাজ-পরিমণি।

দিন কয়েক আগেই গায়ে হলুদের ছবি শেয়ার করে নেটমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন পরিমণি। রবিবার দিন প্রকাশ্যে নিয়ে এলেন বিবাহবাসরের ছবি। পরনে মেরুন বেনারসি। মাথায় ওড়না। মানানসই অলঙ্কারে আভূষিত অভিনেত্রীকে কনে সাজে দিব্যি লাগছিল। বর রাজের পোশাকও জাকজমক। মাথায় ডিজাইনার পাগড়ি। স্ত্রী পরিমণির সঙ্গে মানানসই মেরুন রঙের শেরওয়ানি। বিয়ের ছবিতে দেখা গেল, একে-অপরের স্নেহ মেখে নিয়েছেন নিজেদের মধ্যে।

বৈবাহিক অনুষ্ঠানের আয়োজনের কলেবর অবশ্য ছোট-ই ছিল। পরিমণির বাড়িতেই বসেছিল বিয়ের আসর। নেপথ্যে অতিমারী। গতবার একেবারে সাদামাটাভাবেই বিয়ে করেছিলেন। তবে এবার দুই পরিবারের সদস্য এবং ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ-পরিমণির জনা কয়েক সহকর্মী-বন্ধুকে সাক্ষী করেই ফের গাঁটছড়া বাধলেন বাংলাদেশের তারকা-দম্পতি। এদিকে পরিমণির গর্ভে সযত্নে বেড়ে উঠছে রাজের সন্তান।

গুণিন ছবির সেটেই রাজের সঙ্গে আলাপ অভিনেত্রীর। সেখান থেকেই বন্ধুত্ব-প্রেম। সিনেমার পরিচালক গিয়াসউদ্দিনও সেই খবরে সিলমোহর দিয়েছেন। তিনিও উপস্থিত ছিলেন রাজ-পরিমণীর বিয়েতে। জানিয়েছেন, ছোট করে হলেও আয়োজনে কোনও খামতি ছিল না। খুব সুন্দর করে সাজানো হয়েছিল পরিমণির বাড়ি। রকমারি মেন্যু। তালিকায় ছিল- কাচ্চি বিরিয়ানি, বিফ ভুনা, কোফতা থেকে শেষপাতে পুডিং। বিতর্ক-সমালোচনা সব পেরিয়ে বাংলাদেশী অভিনেত্রী এখন নতুন দাম্পত্য-জীবন উপভোগ করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Bangladeshi actress pori moni hot hitched with actor