Pori Moni: আমার বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নেইঃ পরী মণি

Pori Moni Updates: সমাজ মাধ্যমে আবারও পরী বিরাট একটি বার্তা লিখেছেন। তাহলে কি রাজ আবারও কিছু করেছেন? সন্তানের মা হয়ে রাতের পর রাত যেভাবে কাটে তাঁর, সেকথা সকলের সামনে জানিয়েছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bangladeshi actress pori moni shared some heartfelt note on parenthood

Pori Moni: ছেলে মেয়েকে নিয়ে কী বললেন পরী? Photograph: (ফেসবুক )

Pori Moni-Bangladesh: মা হওয়া নেহাতই সহজ ঘটনা না। আবার যদি কেউ সিঙ্গেল মাদার হন, তাহলে তো সমাজের আলাদাই প্রভাব থাকে। অন্তত, পরীমণির থেকে এই বিষয়ে আর কে ভাল জানবেন? রাজের সঙ্গে বিয়ের পর সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু তারপর থেকেই শুরু হয় অশান্তি। ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান বাংলাদেশী নায়িকা। 

Advertisment

কিন্তু সমাজ মাধ্যমে আবারও পরী বিরাট একটি বার্তা লিখেছেন। তাহলে কি রাজ আবারও কিছু করেছেন? সন্তানের মা হয়ে রাতের পর রাত যেভাবে কাটে তাঁর, সেকথা সকলের সামনে জানিয়েছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন যে এহেন বাবা পরীর সন্তানদের দরকার নেই। সোনা বলে কাকে সম্বোধন করেছেন, সেকথা পরিস্কার করেননি তিনি। কিন্তু, বেশিরভাগ বুঝে নিয়েছেন তিনি কাছের মানুষকেই বলেছেন, কিন্তু সেটি রাজ নাকি নতুন কোনও মানুষ, সেকথা এখনও অজানা।

 

অভিনেত্রী লিখছেন, "রাত জাগা আর নির্ঘুম রাত, মোটেও এক না সোনা !মা হয়ে দেখো শুধু। বাচ্চার গায়ে একটা মশার কামড়ও নিতে পারবে না, আর সেখানে বাচ্চার ১০৪ জ্বর তো মায়ের দম বন্ধ হয়ে থাকার মতন। তার ওপর একা মা হয়ে বাচ্চার এই ফেস নেওয়া যায় না..জাস্ট ট্রাস্ট মি!রাত জেগে নেটফ্লিক্স, বন্ধুরা, পার্টি, আড্ডা, লং ড্রাইভ অথবা রেনডম ফেইসবুক স্ক্রলে লেপ্টে থাকা সবই উপভোগ্য। শুধু বিস্বাদ লাগে এই বাধ‍্য হয়ে থাকা দায়িত্বের বেড়াজাল তাই না!?" 

Advertisment

বাবাদের নিয়ে একরকম রুক্ষ অনুভূতি আছে তাঁর। কিন্তু বাবারাও যে আগলে রাখে একথাও শোনা গেল তাঁর মুখে। অভিনেত্রী বলছেন, "শুধু মায়েদের এসব বিস্বাদ লাগে না। একবার ভাবো তো,দিনের শুরু থেকে শেষ অব্দি কি কি করে একজন মা!তুমি ভাবতেও পারবা না জানোয়ার। ভাবা লাগেও নি তো বাবাদের কখনো! যারা বাবা হয় তারা সব জানে। জেনেই সব আগলে রাখে……" 

তিনি আরও বলছেন, "পরীর বাচ্চাদের এমন সো কল্ড বাপের মোটেও দরকার নাই অন্তত এতদিনে সেটা প্রমাণিত তোমার কাছে সোনাটা। ওদের কাছে ওদের মা-বাপ আমি একাই সব। কারণ ওরা এটাই বুঝে বুঝে বড় হচ্ছে। কিন্তু আমাকে বুঝ দেয়ার মতন তোমার কিচ্ছু নেই সোনা জীবনে আর…আমি সব মাফ করলেও আজীবন আমার এই ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা। মরে গেলে তো মরেই যেতা। হসপিটালের আপডেট যায় তো সোনা তোমার ফোনে!ওসব দেখে অন্ধ হয়ে যাও না কেন তুমি?"  

Actress Pori Moni Pori Moni Bangladeshi Film Bangladeshi actress