/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/pori.jpg)
পরীর- স্বজন বিয়োগ
পরীর মাথা থেকে হাত সরল তাঁর কাছের মানুষের। সব চেষ্টা করেও আজকে আর বাঁচাতে পারলেন না। না ফেরার দেশে পরীর ফেরেস্তা।
অভিনেত্রীর নানা ছিলেন তাঁর জীবনের ছায়ার মত। ছোট থেকেই বাবা-মাকে পাননি। বড় হয়েছেন দাদুর কাছেই। জীবনের সব থেকে কঠিন সময়ে তাঁর দাদু দাঁড়িয়ে ছিলেন পাশে। সেই মানুষটি আর নেই। না ফেরার দেশে পরীমণির দাদু। অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
অভিনেত্রী সবসময় জানিয়েছেন, তাঁর মা-বাবার জায়গায় তাঁর দাদু। সেই মানুষটি আজ আর নেই। এক অনুরাগী লিখছেন… আমার দেখা জগতের অন্যতম শান্ত স্নিগ্ধ সরল মানুষটি পৃথিবীর মায়া এবং তোমার মায়া ত্যাগ করেছেন Pori Moni. তাঁর নিষ্কলুষ আত্মার চির শান্তি কামনা করছি। তাঁর শীর্ন হাতটি ছিলো তোমার জন্য সবচেয়ে বড় শক্তি। সেই শক্তি আজ হারিয়ে গেলেও তাঁর স্মৃতি তোমাকে বাকী পুরো জীবন শক্তি যুগিয়ে যাবে। এটা আমি বিশ্বাস করি।
এই শোক, সামলে ওঠা নেহাতই সহজ কথা নয়। পরীকে সান্ত্বনা জানিয়েছেন সকলে। জীবনে যা ঘটনাই ঘটেছে, পরীর দাদু ছায়াসঙ্গি হিসেবে থেকেছেন। এখন অনেকটাই, একলা পথ চলা শুরু। প্রসঙ্গত, কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বেশ কিছু সময় হাসপাতালে ছিলেন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না।
উল্লেখ্য, দীর্ঘ অনেকদিন পর সমস্তরকম ঝামেলা কাটিয়ে তিনি কাজে ফিরেছিলেন। বেশ কয়েকটি ছবি সাইন করেছিলেন তিনি। তারমধ্যেই একটি রিলিজের অপেক্ষায়। আইনি বিচ্ছেদের মাধ্যমে অবসান ঘটিয়েছেন বিয়ের। দাদুকে নিয়ে বলতে গিয়েই গলা কেঁপে উঠত তাঁর। বলেছিলেন, অনাথ শব্দটার সঙ্গে এই মানুষটার জন্যই আমার পরিচিত নই।