Pori Moni-News: নায়িকাদের প্রেম চর্চা সব ইন্ডাস্ট্রিতেই আলোচনার বিষয়। বিশেষ করে কিছু অভিনেত্রী যারা একাধিক সম্পর্কে জড়িয়েছেন, তাঁরা কিন্তু সবসময় টক অফ দ্যা টাউন। ইন্ডাস্ট্রিতে কত কাণ্ডই না হয়, কিন্তু বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমনি, আবার নাকি প্রেম করছেন? সমাজ মাধ্যমে নানা গুঞ্জন এই নিয়ে।
পরীর জীবনে প্রেম কম আসেনি। বেশ অনেকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্রথম প্রাক্তন স্বামী তো গতও হয়েছেন কিছুদিন আগে। শেষ তিনি বিয়ে করেছিলেন, অভিনেতা শরিফুল রাজকে। তাঁর সঙ্গে অন্তঃসত্বা অবস্থায় দাম্পত্যের শুরু করেছিলেন। ছেলের জন্মের পর, বেশ কিছুমাস তাঁরা একসঙ্গে থাকলেও, তারপর থেকেই শুরু হয় অশান্তি। সমাজ মাধ্যমে রক্তারক্তি অবস্থায়, বেশ কিছু ছবিও দেখিয়েছিলেন তিনি।
পরীর জীবন থেকে শরিফুল বিদায় নেওয়ার পর দুই সন্তানকে নিয়ে আবারও নতুন রাস্তা তৈরি করেছিলেন। এবং বেশ কিছু সময় তিনি কাউকে জীবনে আসতেও দেননি। যতবার, ফের একবার বিয়ে করবেন কিনা জিজ্ঞেস করা হয়েছিল, ততবার তিনি জানিয়েছিলেন, না প্রেমের জন্য সময় নেই তাঁর। মনের পথে তালা বন্ধ করে রেখে দিয়েছেন তিনি। আর কাউকে নিজের কাছে আসতে দেবেন না। এখন শুধু দুই সন্তানকে নিয়েই তাঁর জীবন। তাহলে আবার নতুন কাকে পেলেন তিনি?
গতকাল রাতের দিকে পরীমণি একটি পোস্ট দিয়েছিলেন সমাজ মাধ্যমে। কারওর বাহুডোরে আবদ্ধ হয়েই তিনি একটি ছবি পোস্ট করেন। তাঁর সঙ্গে এমন একটি ক্যাপশন লেখেন, যেখানে দেখা যায়, ভালবাসা আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই মানুষটির পরনে সাদা রঙের একটি টিশার্ট, পরী লেপ্টে রয়েছেন তাঁর বুকের মাঝে। যদিও, বাংলাদেশের বিনোদন মহলে কান পাতলেই শোনা যাচ্ছে তিনি নাকি নতুন সম্পর্কে জুড়েছেন। এদিকে গতকাল পড়ন্ত বসন্তের বেলায় তিনি লিখেছেন...
/indian-express-bangla/media/post_attachments/ee30b453-a11.jpg)
"প্রেম ফিরে আসুক ভালবাসা হয়ে। জীবন ভালবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জুড়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন হোক। প্রেম ফিরে ফিরে আসুক ভালবাসা হয়ে। আবার চলে যাক, শরতের সাদা শুভ্র মেঘের মত। শুধু ঐ মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মত।" যদিও, অভিনেত্রী পরে এই পোস্টের অনেক পরিবর্তন করেছেন।
উল্লেখ্য, কিছুদিন আগেই এপার বাংলায় তাঁর ছবি ফেলুবক্সি রিলিজ করেছিল। এবার সেটি বাংলাদেশে রিলিজ করার অপেক্ষায়। এছাড়াও নানা প্রজেক্টে কাজ করছেন তিনি। কিন্তু, কাজের বাইরে জীবনের বেশিরভাগ সময়টাই তিনি সন্তানদের উদ্দেশ্যে তুলে রেখেছেন। তাঁদেরকে নিয়ে সমাজ মাধ্যমে নানা পোস্ট ও করেন।