Pori Moni: কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল নিজের ঠোঁটকাটা মন্তব্যের জেরে গ্রেফতার পর্যন্ত হয়েছিলেন তিনি। বাংলাদেশের অভিনেত্রী পরীমনি, ফের একবার নিজের সমাজ মাধ্যমে এমন কিছু লিখেছেন যাতে, অনেক প্রশ্নের নিজেই জন্ম দিয়েছেন। একজন তারকারা জীবনে ঠিক কী ধরনের প্রশ্ন থাকে আর কী থাকে না, তাঁকে কতটা আক্রমণ করা যায় সেই নিয়েই অভিনেত্রী লিখছেন।
তিনি, বর্তমানে তাঁর সন্তানদের নিয়ে ঘুরতে ব্যস্ত। কিন্তু কিছুদিন আগেই বাংলাদেশে তারকাদের সঙ্গে হওয়া হেনস্থা নিয়ে মুখ খুলেছিলেন। তখনও তাঁকে নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে। আর এবার অভিনেত্রী নিজেকে নিয়েই বেশ কিছু প্রশ্ন রেখেছেন। এতবছর ধরে নানা কিছু শুনতে শুনতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। সমাজ মাধ্যমে তিনি লিখছেন...
আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই। যেমন- পরী,আপনি কর্ম জীবনে কি এমন কাজ করেছেন বলে মনে করেন যার জন্য সাধারণ জনগণের আপনাকে নিয়ে এত মাতামাতি? দুই, আপনার কাজের থেকে লোকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কেন পছন্দ করে?
এরপরই তিনি নিজেকে থামিয়ে দিলেন। তাঁর জীবনে ঠিক কী কী ঘিরে গিয়েছে তিনি নিজে জানেন। কিন্তু, সমস্ত বাক বিতন্ডা এবং বিতর্ক এড়িয়ে, তিনি নিজেকে নিয়ে বাঁচতে চান। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে থাকতে চান তিনি। পরীমনি আরও লিখছেন..."নিজেকে থামিয়ে দিলাম এরকম হাজারো প্রশ্নের থেকে। কারণ, জীবনে কখনো কখনও নিজের কর্ম অবস্থানের থেকে খুব বেশি জরুরী হয়ে পড়ে ওই জীবনটা। প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার।" কিন্তু, সকলের কাছে মাফ চেয়েছেন তিনি। একটু ভাল থাকার চেষ্টা করছেন। তাই তো আরও বলেন...
আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না আল্লার ওয়াস্তে…বিশ্বাস করেন, এখানে আমার জীবনটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন। আমার সাকসেসফুল কেরিয়ার এর থেকেও জরুরী আমার সুস্থ জীবন যাপনের। কারণ আমার বাচ্চাদের আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। আমি আমার বাচ্চাদের মা/ একমাত্র অভিভাবক হয়ে আমি তার সর্বোচ্চ টা দিতে চাই। যেমন করে হয়তো সব মায়েরাই চায়!"
উল্লেখ্য, কিছুদিন আগেই তাঁর ছবি ফেলুবক্সি রিলিজ করেছিল। কিন্তু, ভারত বাংলাদেশ বিবাদের কারণে তিনি কলকাতায় আসতে পারেননি ছবি রিলিজের আগে। তাঁর আগে রিলিজ করেছিল রঙ্গিলা কিতাব। সব মিলিয়ে ফিল্মি কেরিয়ারেও বেশ এগিয়ে যাচ্ছেন তিনি।