Actress serious Health Condition: ওপার বাংলার তারকাদের জীবনে যেন অশান্তি লেগেই রয়েছে। বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। ফ্লাই ওভারের উপর মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন বাংলাদেশি অভিনেতা বাপ্পী চৌধুরী। এরপরই আরও এক খারাপ খবর। গত ২ জুন সোমবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী তানিন সুবহা। প্রথম আলোর খবর অনুযায়ী, সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন। সন্ধ্যায় ফের অসুস্থ বোধ করেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছিল, সুবহার শারীরিক অবস্থা সংকটাপন্ন। ৬ জুন বাংলাদেশি অভিনেত্রী শিরিন, তানিনের শারীরিক অবস্থার লেটেস্ট আপডেট দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শিরিন বলেছেন, 'তানিন এখন আগের তুললনায় সামান্য ভাল আছেন। আমি যখন ওঁর সঙ্গে কথা বলছিলাম চোখের পাতা নড়ছিল। তবে সংজ্ঞাহীন। ৩ জুন যেদিন দেখেছিলাম টেনেটেনে নিঃশ্বাস নিচ্ছিল। অক্সিজেন লেভল একদম নেমে গিয়েছিল। নার্ভগুলো কাজ করছিল না। পুরোপুরি ট্রমার মধ্যে ছিল। এখন সেটা অনেকটাই স্বাভাবিক হয়েছে। সকলে ওঁর দন্য দোয়া করুন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের মতো করে আমাদের কাছে ফিরে আসে। অনেকেই আমাকে ফোন করছে মেসেজ করছে সকলকে আলাদাভাবে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না তাই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম।'
আরও পড়ুন বুকে ব্যথা সঙ্গে বমি, সংকটজনক অবস্থায় ICU-তে জনপ্রিয় অভিনেত্রী! আরোগ্য কামনায় প্রিয়জনেরা
বিগত কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ তানিন সুবহা। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন শিরিন। তারপরই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করেছেন। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, হঠাৎ তানিনের বুকে ব্যথা শুরু হয়। সেই সঙ্গে প্রচণ্ড ঘামও হয়। গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে ওষুধ খান। কিন্তু বেশ কয়েকবার বমির কারণে অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে তখন লাইফ সাপোর্টে রাখা হয় ওপার বাংলার অভিনেত্রী। একটানা পাঁচদিন লাইফ সাপোর্ট সিস্টেমে তানিন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত থেকে সতীর্থ, প্রিয়জনের প্রত্যেকেই।