/indian-express-bangla/media/media_files/2025/06/09/HjPNm2qD3Ps9b7hnbkNt.jpg)
আর পারা গেল না? তাহলে কি এবার...
মানুষের প্রাণের কোনও আশ নেই। এই তো সেদিন সুস্থ ছিলেন তিনি। তবে শেষ কিছুদিন যে কি হল। এখন সবটাই ঈশ্বরের কৃপা! চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে এখন শুধু ঈশ্বর পারেন বাঁচাতে। শেষ ২ দিন তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। শরীরে কোনও সার নেই। আজ হতে পারে সেই করুণ ঘটনা।
অভিনেত্রী তানিন সুবাহ ২জুন থেকে অসুস্থ হয়ে পড়েন। তারপর, থেকে কেবল শারীরিক অবস্থার অবনতি হয়েছে। একটুও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। দুদিন আগেই ডাক্তাররা তাঁকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন। এবং শোনা যাচ্ছিল লাইফ সাপোর্ট খুলে নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় এই কাজ করা না হলেও, সুবাহর স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। এবং তার স্বামীর অনুমতি সাপেক্ষে আজ সন্ধ্যা বেলা লাইফ সাপোর্ট খুলে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
Bengali Actress: আসামীর সঙ্গে প্রেম করতে গিয়ে বিশ্রীভাবে ধরা পড়লেন অভ…
অভিনেত্রী পরিবার তরফে তার ভাই, প্রথম আলোকে জানিয়েছেন, "জামাইবাবু হাসপাতালের বিল থেকে যাবতীয় প্রক্রিয়া সব সম্পন্ন করছেন। সন্ধ্যায় হয়তো লাইফ সাপোর্ট খুলে দেওয়া হতে পারে। দিদির অবস্থা আগের মতই। চিকিৎসকের কাছ থেকে আমরা কোনরকম আশার আলো পাইনি। লাইভ সাপোর্ট খুলে দেওয়ার পর দিদিকে আমরা আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর নিয়ে যাব।" বাকি যেটুকু সময় তার হাতে রয়েছে, তাকে গ্রামের বাড়িতে আপনজনদের মাঝখানে রাখা হবে বলে জানিয়েছেন।
২ জুন অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে, তাঁকে আর ফেরানো সম্ভব হল না। প্রথমে যখন শরীরে অসুস্থতা বোধ করছিলেন, তখন আফতাব নগরে, একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে ফিরেছিলেন তিনি। কিন্তু সন্ধ্যায় অসুস্থ বোধ করেন। তখন তাকে একটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলেই চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এখানে লাইফ সাপোর্টে আছেন অভিনেত্রী।
দীর্ঘ অনেকগুলো বছর তিনি কাজ করেছেন বড় পর্দা এবং ছোট পর্দায়। মাটির পরী সিনেমা দিয়ে সিলভার স্ক্রিনে তাঁর অভিষেক হয়। এমনকি, বর্তমানে ও তার বেশ কয়েকটি ছবি রিলিজের অপেক্ষায়।