Advertisment

Tasnia Farin - Dev: ভারতের ভিসা মিলছে না, দেবের ছবি থেকে সরে হাঁফ ছেড়ে বাঁচলেন তাসনিয়া?

Tasnia Left Dev's Film: প্রতীক্ষা থেকে সরলেন তাসনিয়া। দেবের নায়িকা হওয়া এই মুহূর্তে আর হল না। কিন্তু, সেই সময়ে আরও নতুন কাজ প্রস্তাব পেলেন। অভিনেত্রী বলছেন...

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
dev

Dev-Farin: দেবের ছবি থেকে সরে কী বললেন ফারিন?

দেবের ছবির নায়িকা হওয়া হল না তাসনিয়া ফারিনের? কারণ! শেষ কিছু মাস ধরে বাংলা দেশে যা চলছে, তাতে করে এদেশের ভিসা পাচ্ছেন না সেদেশের নাগরিকরা। সেই কারণেই কি জীবনের এত্তবড় সুযোগ হাতছাড়া হল তাসনিয়া ফারিনের?

Advertisment

অভিনেত্রীর কাজ করার কথা ছিল দেবের পরবর্তী ছবি প্রতীক্ষায়। এই ছবিতে ফের একবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করতেন দেব। সেই ছবিতেই দেবের লিড নায়িকা হিসেবে থাকার কথা ছিল তাসনিয়ার। বাংলাদেশের এই অভিনেত্রী এর আগেও একবার কাজ করেছিলেন এই বাংলায়। কৌশিক গঙ্গোপাধ্যায় এর সঙ্গে আরও এক পৃথিবী ছবিতে ছিলেন তিনি। এবার আরও বড় এবং ভাল সুযোগ থাকলেও দেশীয় পরিস্থিতিতে আর সম্ভব হল না।

এইবছর নভেম্বর মাসেই শুরু হওয়ার কথা ছিল প্রতীক্ষার শুটিং। তাসনিয়া বাংলাদেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাসে শুটিং শুরু করতেই হবে। নইলে, দেব আর মিঠুনের তারিখ পাওয়া যাবে না। এদিকে বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের ভিসা পাওয়া অনিশ্চিত, তাই এই কাজ থেকে সরে এসেছেন তিনি।

কিন্তু, এই কাজটি ছাড়তে পেরে, রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অভিনেত্রী। সেদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, "এই কাজটার জন্য অনেক বড় কাজ থেকে সরে আসতে গিয়েছিল। ওই শিডিউলে একটা নতুন কাজ নিয়েছি। সেটাও বড় বাজেটের কাজ।" কিন্তু, দুই বিখ্যাত তারকা তাঁর মধ্যে একজন বিশ্ববিখ্যাত... দেব এবং মিঠুনের সঙ্গে কাজ না করতে পারার আক্ষেপ থাকবে না তাঁর? তাহলে হঠাৎ হাঁফ ছেড়ে বাঁচার কথা বলেন কেন?

তাসনিয়া আক্ষেপের প্রসঙ্গ উঠতেই জানান, কিছুটা আফসোস হচ্ছে। দুই তারকার সঙ্গে কাজ করলে তিনি আরও সমৃদ্ধ হতেন, অনেককিছু শিখতেন। উল্লেখ্য, সামনের দিনে টেক্কা রিলিজ করতে চলেছে দেবের। তারপর বড়দিনে আসবে খাদান। 

tollywood Dev tollywood news Tollywood superstar Dev tasnia farin
Advertisment