/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dead-body.jpg)
চলে গেলেন অভিনেতা ...
Actor Passed Away: ভর্তি ছিলেন হাসপাতালে। অসুস্থতার সঙ্গে জুজছিলেন দীর্ঘদিন। কিন্তু, শেষরক্ষা হল না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত জনপ্রিয় অভিনেতা। বাংলাদেশের এই তারকা বহু ছবিতে কাজ করেছেন। এমনকি সেদেশের সুপারস্টারদের সঙ্গে পর্যন্ত কাজ করেছেন। অসুস্থ ছিলেন তিনি। গতকাল পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।
প্রসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় তারকা সাংকো পাঞ্জা। পদ্মাপাড়ের এই অভিনেতা মারণরোগে ভুগছিলেন। এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। কী এমন হয়েছিল তাঁর? গতকাল দুপুর ২টো নাগাদ তিনি মারা গিয়েছেন। চিকিৎসাধীন ছিলেন পিজি হাসপাতালে। তাঁকে তাঁর শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপর আজ সকালে শেষকৃত্য সম্পন্ন হবে।
জন্মসুত্রে তিনি ময়মনসিং এর লোক। রয়েছে দুই মেয়ে। ক্যানসারে আক্রান্ত হয়ে, মৃত্যু হয়েছে অভিনেতার। কিন্তু, বহুবছর আগে একবার তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শাকিব খানের রাজাবাবু ছবিতে তিনি গুরুতর জখম হয়েছিলেন, ক্রেনের ওপর থেকে পড়ে গিয়েছিলেন তিনি। খলনায়কের ভুমিকায় অভিনয় করতে গিয়েই সাংঘাতিক বিপদে পড়েছিলেন। তাঁর এত আঘাত লেগেছিল যে মাথায় এবং মুখে সেলাই পর্যন্ত দিতে হয়েছিল।
কিন্তু, এতই অর্থাভাব ছিল যে খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। ১৯৯৭ সালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ছবি দিয়েই তাঁর অভিষেক হয়। প্রায় দুশো'র বেশি ছবিতে কাজ করেছিলেন তিনি। কিন্তু, এভাবে যে চলে যাবেন কেউ ভাবতেও পারেননি। তিনি কাজ করেছেন বেশ কয়েক্তা ছবিতে। তাঁর মধ্যে বাঘের থাবা, ডন নম্বর ওয়ান, দ্যা মেন্টাল - এই ছবিগুলি অন্যতম। এছাড়াও নানা থিয়েটার নাটকে তাঁকে দেখা গিয়েছে।